
বান্দরবানের সোনার দোকানে পানির বদলে এসিড (স্বর্ণ গলানো) খেয়ে জ্যোতি মারমা (৩) মৃত্যু হয়েছে। সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয়রা জানায়, জেলা শহরের উজানীপাড়ায় খেলার চলে জগন্নাথ জুয়েলার্স সোনার দোকানের কর্মচারীর কাছে এক শিশু পানি খেতে চাইলে কমর্চারী গ্লাসে ঢেলে ভুল বশত রাজা অমলো এসিড খেতে দেন শিশুকে। খাওয়ার পর জ্বালাপোড়া শুরু হয়ে ঘটনাস্থলেই শিশু জ্যোতি মারমা (৩) মৃত্যু হয়। সে স্থানীয় বাসিন্দার কিনিমং মারমার ছেলে। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে অতিরিক্ত পুলিশ সুপার শম্পা রানীসহ উর্ধ্বতন কর্মকর্তারা।
ঘটনার সত্যতা নিশ্চিত করে বান্দরবান থানার ওসি সরোয়ার হোসেন জানান, শিশুর লাশ উদ্ধার করা হয়েছে। অপরাধী কর্মচারী সায়মন ত্রিপুরা (২০) কে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় থানায় একটি মামলা হয়েছে।