
সারাদেশে মাধ্যমিক সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষায় ফল প্রকাশিত হয়েছে। এবার রাঙামাটিতে জিপিএ ফাইভ পেয়েছে ১১জন কৃতি শিক্ষার্থী। রোববার সকালে গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে ফলাফলের এই সারসংক্ষেপ তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ সময় বিভিন্ন শিক্ষা বোর্ডের চেয়ারম্যানরা উপস্থিত ছিলেন।
এবারের এসএসসি রাঙামাটির দশটি উপজেলায় মোট ৮১৪৫ জন শিক্ষার্থী এ পরীক্ষায় অংশগ্রহণ করে। তার মধ্যে পাস করেছে ৪৮০৩ জন শিক্ষার্থী।
জেলা শিক্ষা কল্যাণ শাখার তথ্য অনুযায়ী, রাঙামাটি সদর উপজেলায় ১৬৮৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১২১৯ জন, নানিয়ারচর উপজেলায় ৮৭৬ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৬৩৯ জন, কাপ্তাই উপজেলায় ৬৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪২৬ জন, লংগদু উপজেলায় ৭৪৫ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৯২ জন, রাজস্থলী উপজেলায় ৩৮১ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৩১জন, বাঘাইছড়ি উপজেলায় ১৫৮২ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৮৮৬ জন, কাউখালিতে উপজেলায় ৮৪৪ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৩৫ জন, বিলাইছড়ি উপজেলায় ২২৩ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬৭ জন, জুরাছড়ি উপজেলায় ২৫৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ১৬২ জন, বরকল উপজেলায় ৪৬৭ জন শিক্ষার্থীর মধ্যে পাস করেছে ৩৪৬ জন পরীক্ষার্থী।
গত ১ ফেব্রুয়ারি থেকে ২৫ ফেব্রুয়ারি পর্যন্ত এসএসসি ও সমমানের তত্ত্বীয় বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হয়। ব্যবহারিক পরীক্ষা হয় ২৬ ফেব্রুয়ারি থেকে ৪ মার্চ পর্যন্ত। এবার সারাদেশে তিন হাজার ৪১২টি কেন্দ্রে মোট ২০ লাখ ৩১ হাজার ৮৮৯ জন পরীক্ষার্থী অংশ নেয়। এর মধ্যে ১০ লাখ ২৩ হাজার ২১২ জন ছাত্র ও ১০ লাখ ৮ হাজার ৬৮৭ জন ছাত্রী।