আওয়ামীলীগের পর এবার প্রার্থী বাছাইয়ে নামলো রাঙামাটি জেলা বিএনপিও। বৃহস্পতিবার বিএনপির প্রার্থী বাছাই কমিটির এক সভায় আসন্ন রাঙামাটি পৌর নির্বাচনে একজন দলীয় প্রার্থী দেয়ার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নিয়ে মেয়র পদে নির্বাচন করতে আগ্রহীদের আগামী ৬ ডিসেম্বর সকাল ১০ টা থেকে ১২ টার মধ্যে দলীয় কার্যালয় থেকে মনোনয়ন ফরম সংগ্রহ এবং পরদিন একই সময়ে জমা দেয়ার নির্দেশনা জানিয়ে প্রেস বিজ্ঞপ্তি দিয়েছে জেলা বিএনপি।
জেলা বিএনপির সাধারন সম্পাদক দীপন তালুকদার সাক্ষরিত ওই প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, বিএনপি কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন রাঙামাটি বিএনপির সভাপতি হাজী মোঃ শাহ আলম।
প্রসঙ্গত, এর আগে প্রার্থী চেয়ে ঘোষণা দিয়ে নির্ধারিত সময়ে জমা পরা ১১ মেয়র প্রার্থী বায়োডাটা জমা নিয়ে ইতোমধ্যেই কেন্দ্রে জমা দিয়েছেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের নেতারা।