কাপ্তাই প্রতিনিধি ॥
জাতীয় শোক দিবস ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম শাহাদত বার্ষিকী উপলক্ষে কাপ্তাই তথ্য অফিস মাসব্যাপি কর্মসূচির অংশ হিসেবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর রচিত সঙ্গীত এবং ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের অডিও এবার নৌ পথে প্রচার করা হয়েছে।
মঙ্গলবার সকাল হতে সন্ধ্যা পর্যন্ত কাপ্তাই তথ্য অফিসার মো. হারুনের নেতৃত্বে কাপ্তাই জেটিঘাট হতে শুরু হয়ে প্রায় ৪০ কি.মি. কাপ্তাই লেক ধরে বিলাইছড়ি উপজেলার বিলাইছড়ি সদর, গাছকাটাছড়া, কেংড়াছড়ি ইউনিয়নসহ বিভিন্ন জনবহুল স্থানে বঙ্গবন্ধুর ভাষণ এবং সঙ্গীত প্রচার করা হয়।
এদিকে দিবসটি উপলক্ষে মঙ্গলবার বিলাইছড়ি উপজেলার কেংড়াছড়ি মধ্য পাড়ার পাড়া কেন্দ্র স্বাস্থ্যবিধি মেনে বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত চলচ্চিত্র প্রদর্শন করা হয় বলে কাপ্তাই তথ্য অফিসার মো. হারুন জানান।