
অপরাধমূলক কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে কাপ্তাই উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মোঃ নাছির উদ্দিনকে দল থেকে সাময়িক অব্যাহতি দেয়া হয়েছে।
রবিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা যুবলীগ সভাপতি মোঃ আকবর হোসেন চৌধুরী ও সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ কাজলের যৌথ স্বাক্ষরে গণমাধ্যমে প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ আওয়ামী যুবলীগ একটি সুসংগঠিত ও সুশৃংখল সংগঠন। আপনি এই সংগঠনের দায়িত্বশীল পদে থেকেও অপরাধ মূলক কর্মকান্ডে জড়িত হন, তাই অপরাধ মূলক কর্মকান্ডের সাথে জড়িত থাকার আপরাধে গঠনতন্ত্রের ২২ ক ধারায় দলীয় শৃঙ্খলা ভঙ্গের দায়ে আপনাকে সাময়ীক ভাবে অব্যাহতি প্রদান করা হলো।
প্রসঙ্গত, মোঃ নাছির উদ্দিন কাপ্তাই উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ছিলেন, বন বিভাগের মামলায় সাজাপ্রাপ্ত হয়ে সে পদটিও হারান তিনি।