জাতীয় স্যানিটেশন মাস অক্টোবর ২০১৭ ও বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে বর্জ্যের সুষ্ঠু ব্যবস্থাপনা উন্নত স্যানিটেশন সম্ভাবনা শীর্ষক এক আলোচনা সভা বুধবার রাঙামাটি জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। রাঙামাটি জেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর আয়োজিত আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান প্রধান অতিথি ছিলেন।
জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর, রাঙামাটির নির্বাহী প্রকৌশলী অনুপম দে’র সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় রাঙামাটির সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জাহাঙ্গীর আলম, বাংলাদেশ টেলিভিশেনের বার্তা প্রতিনিধি মোঃ মোস্তফা কামাল, জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী অছিউর রহমান এবং উন্নয়ন কর্মী ক্যাউ প্রæ কেয়াং বক্তব্য রাখেন।
আলোচনা সভায় জানানো হয় পার্বত্য জেলা রাঙামাটির ভৌগলিকগত অবস্থানের কারণে স্বাস্থ্যসম্মত স্যানিটেশন ব্যবস্থা এবং নিরাপদ পানি ব্যবহারে যে কাক্সিÿত লক্ষ্যমাত্রা তা অর্জন কিছুটা কষ্টসাধ্য হলেও এখানে স্যানিটেশন এবং নিরাপদ পানি ব্যবস্থার উন্নয়নে সরকারের পক্ষ থেকে ২টি উন্নয়ন প্রকল্প গ্রহণ করা হয়েছে। বর্তমানে রাঙামাটি জেলায় স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন ব্যবহারের হার শতকরা ৬৪ ভাগ। এই হার শতভাগে উন্নীত করার লক্ষ্যে জেলায় ৬২ হাজারের অধিক স্বাস্থ্যসম্মত ল্যাট্রিন স্থাপন এবং নিরাপদ পানির শতভাগ লক্ষ্যমাত্রা অর্জনে ১৭ হাজারের অধিক পানির উৎস সৃষ্টি করতে হবে।
আলোচনা সভার আগে স্যানিটেশন মাস এবং বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে রাঙামাটি শহরে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রাঙামাটি পৌরসভা কার্যালয়ের সামনে থেকে শুরু হয়ে র্যালিটি রাঙামাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালির নেতৃত্ব দেন সিভিল সার্জন ডাঃ শহীদ তালুকদার। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নজরুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার সাফিউল সারোয়ারসহ জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে কর্মকর্তা-কর্মচারী, বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী এবং স্কাউট সদস্যরা অংশ নেন।
1 Comment
মানুষ খেতে পাচ্ছে না আর এদের হাগু নিয়ে কান্ডকারখানা