এক ছড়ি কলার দাম ১ হাজার টাকা! আর কেনইবা হবে না। এক ছড়িতেই যে আছে প্রায় ২শ টি কলা। এমন এক বিশাল সাগর কলার ছড়ি বিক্রি হয়ছে লংগদু বাজারে। রাঙামাটির প্রাচীন উপজেলা লংগদু । এ উপজেলার কলা, তরমুজ, কাঁঠালের সুনাম দেশজুড়ে। এখানের ছোট উপজেলা বাজারে দুজন চাষি এমন এক কলার ছড়ি বিক্রি করতে নিয়ে আসেন গত শুক্রবার সকালে।
বাজারের প্রবেশ পথের দোকানদার শাহনেওয়াজ কলার ছড়িটি ১ হাজার টাকায় কিনেছেন। তিনি জানালেন, ছড়িটিতে প্রায় দু’শ টি কলা আছে। যা পাকার পরে পাঁচ থেকে আট টাকা হারে প্রতিটি কলা বিক্রি করবেন। আর বিক্রি শেষে ২ থেকে ৩শ টাকা লাভের আশা করছেন এ ক্ষুদ্র ব্যবসায়ী।
এত বিশাল কলার ছড়ি দেখে অনেকেই অবাক হচ্ছেন। কেউ কেউ কলার ছড়ির পাশে দাঁড়িয়ে সেলফি তুলছেন। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে কলার ছড়ির ছবি পোস্ট করেছেন অনেকেই। শুক্রবার সকালে ফেসবুকে ছবি পোস্ট করেছেন স্থানীয় স্কুল শিক্ষক রেজাউল করিম। তিনি তার পোস্টে লিখেছেন,‘২০০০ টাকায় বিক্রি করার উদ্দেশে বাজারে আনা হয়েছে বিশাল কলার ছড়ি।’ আরও একজন লিখেছেন ‘এক ছড়িতেই একহাজার টাকা!’
যে চাষি দুজন কলা বিক্রি করেছেন তারা লংগদু সদর থেকে প্রায় ১৫ কিমি দূরের পাহাড়ি গ্রাম দাদিপাড়া থেকে কাঁধে করে বাজারে নিয়ে এসেছেন। আসার পথে অনেকেই দরদাম করেছেন । প্রথমে দাম চাওয়া হয়েছিলো ২ হাজার টাকা। শেষ পর্যন্ত লংগদু বাজারে ১ হাজার টাকায় বিক্রি করতে পেরেছেন এমনটাই জানালেন কলাচাষি সুবল চাকমা ও রবিধন চাকমা। তারা বলেন, পাহাড়ি জমিতে কলা, হলুদ, আদা আর জুমচাষ করাই তাদের পেশা। গত দুই বছর যাবৎ কলার চাষ করে ভালো লাভবান হয়েছেন। প্রতি হাটের দিন কলা নিয়ে আসেন। বাজারে বিক্রিও হয় ভালো তবে, এবারের মতো এত বড় কলারছড়ি আগে আর হয়নি। দাম নিয়ে সন্তুষ্ট থাকলেও যোগাযোগ ও পরিবহন সংকটের কারণে নিজেদের কাঁধে বহন করতে হয় দুর্গম পাহাড়ি পথ। দিনের বেশিরভাগ সময় পথ পাড়ি দিতেই চলে যায়।
1 Comment
কলার তুলনায় দাম কম হয়েছে আমি মনে করি ।