
বিলাইছড়ি প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলা পরিষদ কমপ্লেক্স, মিলনায়তন ভবন ও বিদ্যুৎ উপকেন্দ্র উদ্বোধন করা হয়েছে। সোমবার সকালে ২৯৯ নম্বর রাঙামাটি আসনের সংসদ সদস্য দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে এসব উন্নয়ন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এসময় বিলাইছড়ি উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরোত্তম তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিলাইছড়ি সেনাজোন কমান্ডার লে. কর্নেল মো. ইসরাত হোসেন, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য রেমলিয়ানা পাংখোয়া, এলজিইডির উপজেলা প্রকৌশলী উজ্জ্বল বড়ুয়া, উপজেলা পরিষদের নারী ভাইস চেয়ারম্যান উৎপলা চাকমা ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি অভিলাষ তঞ্চঙ্গ্যা প্রমুখ।
উপজেলা প্রশাসন সূত্র জানায়, উপজেলায় ১৭টি হস্তান্তরিত দপ্তরসহ মোট ২৭টি সরকারি দপ্তর রয়েছে। এসব দপ্তরসমূহ উপজেলার বিভিন্নস্থানে ছড়িয়ে ছিটিয়ে থাকলেও এবার এই কমপ্লেক্সে প্রায় সবগুলো অধিদপ্তর জায়গা করে নিতে পারবে। ফলে একই জায়গায় সকল সরকারি দপ্তরের সেবা পাবে বলে আশা করছে উপজেলাবাসী।