করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড

একমাস পর বাঘাইছড়িতেও শনাক্ত হলো করোনা রোগি !

রাঙামাটির শনাক্ত বেড়ে ৭১

গত ৬ মে পার্বত্য জেলা রাঙামাটিতে প্রথমবারের মতো করোনা শনাক্ত হয় ৪ জনের। তারপর গত একমাসে জেলা শহর থেকে শুরু করে বিভিন্ন উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৭০ জন বিভিন্ন বয়সী মানুষ। এই ৩০ দিনে জেলার ১০ টি উপজেলার মধ্যে আটটিতেই পাওয়া যায় করোনা রোগি। শুধু বাকি ছিলো বাঘাইছড়ি এবং বরকল। কিন্তু আয়তনে দেশের সবচে বড় উপজেলা বাঘাইছড়িবাসির সেই ‘সুখ’ সইল না যেনো আর !
৬ মে থেকে ৬ জুন পর্যন্ত টানা একমাস করোনাহীন থাকার পর ৭ জুন খাগড়াছড়িতে আসা রিপোর্টে এই উপজেলায় একজন ৭৫ বছর বয়সীর করোনা আক্রান্ত হওয়ার তথ্য জানা গেছে।
প্রথমে তথ্যটি নিশ্চিত করেছিলেন বাঘাইছড়ির সিভিল সার্জন ডা: নুপুর কান্তি দাশ। পরে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামালও বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন, যেহেতু লংগদু এবং বাঘাইছড়ির সংগ্রহ করা নমুনা খাগড়াছড়ি হয়ে চট্টগ্রাম যায়,তাই রিপোর্টও সেখানে এসেছে। এবং বাঘাইছড়িতে একজন আক্রান্ত পাওয়া গেছে,যার বয়স ৭৫ বছর। এর চেয়ে বেশি কিছু তাৎক্ষনিক জানাতে পারেননি এই চিকিৎসক।
এনিয়ে রাঙামাটি জেলায় মোট করোনা শনাক্ত হলো ৭১ জনের। এদের মধ্যে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরেছেন ৪১ জন।

এই বিভাগের আরো সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seven − three =

Back to top button