রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকার একমাত্র খেলার মাঠ বীর মুক্তিযোদ্ধা শহীদ শুক্কুর স্টেডিয়ামে সামান্য বৃষ্টিতেই জমে থাকে পানি। অন্যদিকে খানাখন্দে ভরা মাঠের এক কোণেই ফেলে রাখা হয়েছে নির্মাণ কাজে ব্যবহৃত বালি। ছবিটি মঙ্গলবার বিকেলে তুলেছেন পাহাড়টোয়েন্টিফোর ডট কম এর স্টাফ রিপোর্টার সৈকত বাবু।
Previous Articleনির্দোষ এ সন্তানের পিতা কে?
Next Article মাদক বিক্রি বন্ধ না হলে যুব সমাজ ধ্বংস হবে