বা-ই-রে ঝুম বৃষ্টি। চারপাশ জুড়ে অথৈই জল। বাঁশের মাচাং মাথার উপর ছনের ছাদ। দূরে মেঘলা পাহাড় আর সবুজের দেয়ালের আড়াল। চোখে স্বপ্ন ভাসে।পাশে না থাকা প্রিয়জনের বিষন্নতাও জাগে। অদ্ভুদ মুগ্ধ মৌনতায় ডুবে থাকতে থাকতে বেলা কখন বয়ে যাবে টেরই পাবেন না! হুট করে চোখে পড়বে ভেসে যাচ্ছে কাঠের নৌকো চোখ আটকাবে পাহাড়ি ললনার চৌকষ বৈঠায়। অথবা দূরে ইঞ্জিন বোটের শব্দে ভাঙবে ঘোর। সারাটা বেলা এ মাচাংয়ে ভেসে থাকলে মন্দ হতো না হয়তো! বৃষ্টি থামলেই বেরিয়ে পড়ুন পুরোটা জায়গায় চোখ বুলিয়ে নিতে। সৃষ্টিশীলতার মাধুর্য্য পুরোটা জায়গা জুড়ে।
‘বেরাইন্ন্যা লেক শোর ক্যাফে’ চাকমা শব্দ ‘বেরাইন্না’ বিভিন্ন অর্থ বহন করে তবে মূলত অতিথি কে আমন্ত্রণ জানানো বুঝাতেই এমন নাম। ‘লেক শোর’ ঠিক লেকের ধার ঘেঁষেই আনাগোনা। মালিকের রুচি প্রশংসার দাবিদার। ছোট্ট একটা জায়গা কে কি অতুলনীয় মুগ্ধতায় সাজিয়ে দিয়েছে। বাঁশের গুঁড়ির চেয়ার। কাঠের টেবিল। লেকের পাশ ঘেঁষে বৈকালিক আড্ডার যত সমাহার। কেবল বিকেল কেন সকাল দুপুর সন্ধ্যা রাত অব্দি চলে আড্ডাবাজি আর শহর থেকে একটু দূরে হঠাৎ নির্জনে বেখায়ালি মনের সুখ আরোহন। প্রিয়জন কিনবা পরিবার কিনবা বন্ধু মহল যে কাউকে নিয়েই যে কোন বেলায় ঢুঁ দেয়া যেতে পারে এই ছোট্ট গুছানো গ্রহে। মৌন শুদ্ধ সুখ গ্রহ। চাইলে লেকে ঘুরে বেড়াতে পারেন ছোট্ট বোটে। দুজনের ছোট্ট এই রাবার বোটে সাহস করলেই ছুটে যেতে পারেন অনেকটা দূর, চালাতে হবে নিজেদেরই। লাইফ জ্যাকেট সরবরাহ করবে তারাই। ভাড়া পড়বে ঘন্টা হিসেবে ২০০টাকা। আছে সকালের নাস্তা থেকে শুরু করে দুপুরের লাঞ্চ বিকেলের স্ন্যাকসের ব্যবস্থাও। তবে দুপুরের খাবারের ক্ষেত্রে আগে অর্ডার দিয়ে যাওয়াই উত্তম। তাতে খাবারটাও পাবেন ফ্রেশ এবং মন মত। আর মেনুতে পেয়ে যাবেন পাহাড়ি এবং বাঙালি দুধরনের খাবারই। বন্ধু বান্ধব কিনবা পরিজনের সাথে শহর থেকে একটু দূরে কাপ্তাই রাঙামাটি সংযোগ সড়কের মুগ্ধতায় বশ হতে হতেই জিড়িয়ে নিতে পারেন এইখানেই। অথবা গন্তব্য হতে পারে এইটাই। আপনাকে নিরাশ করবে না তাদের খাবার পরিবেশন ব্যবহার কোনটাই। আপনি বসতে পারেন লেকের একদম কাছ ঘেঁষে কিংবা লেকের কোলে মাচাং ঘরে অথবা টিনের ছাঊনিতে রেস্টুরেন্টে ভিতরেও। যেখানেই বসেন খাবার পৌঁছে যাবে আপনার কাছে। লেক জল পাহাড়ের এই ক্যাফে আপনাকে টানবেই বারবার। আর শীতের বিকেলের হিমেল আমেজে উষ্ণ বিকেল কিংবা চাঁদের রাতে প্রিয়জনকে উপহার দিতে পারেন লেকের কোল ঘেঁষে ক্যান্ডেল লাইট ডিনারও! বাঁশের ফ্রেমে হারিকেনের কাঁচের ঘেরে জ্বলবে টিম টিম মোমের আলো! ভাবা যায় এই শহরে এই পাহাড়েই লেকের ধারে………
3 Comments
জায়গা টা কই??
দাদা জায়গাটা কোথায় একটু জানাবেন ?
https://www.facebook.com/Berannye/