রাঙামাটি জেলা আওয়ামীলীগের সম্মেলনকে ঘিরে সকাল থেকেই বিপুল সংখ্যক নেতাকর্মীর পদভারে মুখর হয়ে উঠেছে রাঙামাটি শহর। ছোট ছোট মিছিল করে বিপুল সংখ্যক নেতাকর্মী ক্ষুদ্র নৃগোষ্ঠির সাংস্কৃতিক ইন্সটিটিউট চত্বরে সমবেত হয়। সেখানে জাতীয় সঙ্গীত ও দলীয় সঙ্গীতের সাথে পতাকা উত্তোলন করে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় সম্মেলনের।
সমাবেশে ঢাকা থেকে ভিডিও বক্তব্যে রাখেন প্রধান অতিথি ও দলের সাধারন সম্পাদক ওবায়দুল কাদের এমপি। বক্তব্যে পদ্মাসেতু,বিএনপিসহ নানা ইস্যুতে কথা বলেন।
তিনি সমাবেশে উপস্থিত আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক মাহাবুব উল আলম হানিফ ও সাংগঠনিক সম্পাদক আল মাহমুদ স্বপনকে আওয়ামীলীগের গঠনতন্ত্র মোতাবেক,পুরনো ত্যাগি পরীক্ষিত নেতাকর্মীসহ সবাইকে সাথে নিয়ে নতুন একটি কমিটি উপহার দেয়ার পরামর্শ দিয়ে বক্তব্য শেষ করেন।
সমাবেশে কাউন্সিলররা ছাড়াও বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হয়েছেন। সবার আগ্রহের কেন্দ্রবিন্দু একটাই। কি হচ্ছে নতুন কমিটিতে ? পুরনোরাই ফিরছেন নাকি নতুন কেউ হবেন কান্ডারি ! কিন্তু তাদের অপেক্ষা পালা শেষ হতে হয়ত বিকেলই হবে।
১০ টি উপজেলা,দুইটি পৌরকমিটি এবং জেলা আওয়ামীলীগসহ ২৪৬ জন কাউন্সিরর এই সম্মেলনে নতুন নেতৃত্ব নির্বাচনে অংশ নিবেন বলে ধারণা করা হচ্ছে। সভাপতি পদে বর্তমান সভাপতি ও সংসদ সদস্য দীপংকর তালুকদার এবং সহসভাপতি নিখিল কুমার চাকমা প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং সাধারন সম্পাদক পদে বর্তমান সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর ও সাবেক সাধারনসম্পাদক হাজী কামালউদ্দিন অংশ নিবেন বলে জানিয়েছেন তারা।