নিজস্ব প্রতিবেদক
বাংলা নববর্ষ ও পাহাড়ের প্রধান সামাজিক উৎসব বৈসাবি (বৈসুক, সাংগ্রাই, বিজু) উপলক্ষে শিশু সদনের শিক্ষার্থীদের সহায়তার হাত বাড়িয়ে দিয়েছে স্বেচ্ছাসেবী সংগঠন মৈত্রী পরিষদ। শনিবার রাঙামাটি সদর উপজেলার উলুছড়া ফদাংতাং অনাথ আশ্রমের শিশুদের মাঝে নিত্যপ্রয়োজনীয় পণ্য, বস্ত্রসহ বিভিন্ন উপহার সামগ্রী বিতরণ করে সংগঠনটি।
অনুষ্ঠানে অনাথ আশ্রমের উপাধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু, মৈত্রী পরিষদের সংগঠক সুজন বড়ুয়া, প্রনব বড়ুয়া, সৌরেন বড়ুয়া, সুমন বড়ুয়া, জয় বড়ুয়া প্রমুখ উপস্থিত ছিলেন। এসময় মৈত্রী পরিষদের সংগঠক সুজন বড়ুয়া সংগঠনের বিভিন্ন কার্যক্রমের কথা তুলে ধরে বলেন, প্রতি বছরে একবার হলেও আমরা মৈত্রী পরিষদের পক্ষ থেকে সহযোগিতা করে যাব এবং ব্যক্তিগত পক্ষ থেকে তিনজন অনাথ শিশুকে গাইড বই দিয়ে সহযোগিতা করব।
মৈত্রী পরিষদের কার্যক্রম ক্রমকে সাধুবাদ জানিয়ে অনাথ আশ্রমের উপাধ্যক্ষ ভদন্ত শাসন রক্ষিত ভিক্ষু বলেন, মৈত্রী পরিষদের এই কার্যক্রম আরও যেন অনেক মানুষের মাঝে ছড়িয়ে পড়ে, তারা যেন আরও বেশি সহযোগিতার হাত বাড়িয়ে দিতে পারে এই আশাবাদ ব্যক্ত করছি।
এদিকে সংগঠনটির সাধারণ সম্পাদক সুপ্রিয় বড়ুয়া বলেন, মৈত্রী পরিষদ তার প্রতিষ্ঠালগ্ন থেকেই ক্রান্তিকালে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে সর্বত্র মানবিক কাজগুলো করার প্রাণপণ চেষ্টা করছে। বিশেষ করে অনাথ আশ্রমকেন্দ্রিক শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আমরা বেশি করে সহযোগিতা করার চেষ্টা করি। অনাথ সুবিধাবঞ্চিত শিশুরা যেন অন্য দশটি শিশুর মতো করে সমান সুযোগ-সুবিধা পেয়ে বড় হতে পারে।