“শিক্ষাখাতসহ সকল ধরণের উন্নয়নে বর্তমান আওয়ামীলীগ সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। দেশনেত্রী শেখ হাসিনার সরকারের আধুনিক – যুগোপযোগী উন্নয়নমূলক কাজের মাধ্যমে জনগনের প্রতিটি মৌলিক চাহিদা পূরণ করতে কাজ করে যাচ্ছে । উন্নয়নে দরকার,আওয়ামী সরকার বারবার।”- খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের সভাপতি ও ভারত প্রত্যাগত উপজাতীয় শরনার্থী প্রত্যাবসন ও পুনর্বাসন এবং অভ্যন্তরীণ উদ্বাস্তু নির্দিষ্টকরণ ও পুনর্বাসন সম্পর্কিত ট্রাস্কফোর্স চেয়ারম্যান ও ২৯৮ নং খাগড়াছড়ি সংসদীয় আসনের সংসদ সদস্য কুজেন্দ্র লাল ত্রিপুরা প্রতিমন্ত্রী মর্যাদায় ভূষিত হওয়ায়, আয়োজিত এক গণ সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
বেলা ১টার দিকে খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার নালকাটা উচ্চ বিদ্যালয় এর নতুন ভবন, নবীন স্মৃতি ছাত্রাবাস এর ভবন ও পানছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের ওরিয়েনটেশন ক্লাস উদ্বোধন করেন প্রধান অতিথি। উদ্বোধন শেষে বেলা সাড়ে ৩টার দিকে কুড়াদিয়া ছড়ায় গণ সংবর্ধণায় যোগ দেন তিনি।
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরার সভাপতিত্বে আয়োজিত গণ সংবর্ধনা সভায় আরো বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ আবুল হাশেম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাহার মিয়া, পানছড়ি থানার অফিসার্স ইনচার্জ মো. মিজানুর রহমান, ইউপি চেয়ারম্যান কিরণ ত্রিপুরা, ভূমি ধর রৌয়াজা, নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিছ দত্ত চাকমা প্রমূখ। এসময় আরও ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক বিজয় কুমার দেব, যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মিলন সাহা প্রমূখ।
জনেশ আয়ন চাকমা মুকুল এবং দয়ানন্দ ত্রিপুরার সঞ্চালিত সভায় স্বাগত বক্তব্যে রাখেন পানছড়ি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এর অধ্যক্ষ চাথোয়াই মারমা।
৫ Comments
শিক্ষাখাতে তো ব্যপক উন্নয়ন হয়েছে! আওয়ামীলীগ সরকার শিক্ষাখাতের যেই উন্নয়ন করেছে! পরীক্ষার্থী বান্ধব উন্নয়ন হয়েছে! পৃথিবীর আর কোন রাষ্ট্রে এই রকম পরীক্ষার্থী বান্ধব উন্নয়ন হয়েছে কিনা অনুসন্ধানী রিপোর্ট চাই সম্পাদকের কাছে!
LOL, Manush ke nirapottya dite pare ni Awami Sorkar. Ahge beche takar odikar nischit krte hbe then education. Shudu gongya foringyer moto bahar krle hbe na.
মায় রে বাদ দি হরিরে ছালাম খন্ডে শিখিলি। হা হা হা হা
https://m.youtube.com/watch?t=230s&v=ZQ70y2FjK80
http://m.banglatribune.com/others/news/297439/%E0%A6%9C%E0%A6%99%E0%A7%8D%E0%A6%97%E0%A6%BF-%E0%A6%AE%E0%A7%87%E0%A6%9C%E0%A6%B0-%E0%A6%9C%E0%A6%BF%E0%A7%9F%E0%A6%BE%E0%A6%B0-%E0%A6%AC%E0%A6%B0%E0%A7%8D%E0%A6%A4%E0%A6%AE%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%85%E0%A6%AC%E0%A6%B8%E0%A7%8D%E0%A6%A5%E0%A6%BE%E0%A6%A8-%E0%A6%9C%E0%A6%BE%E0%A6%A8%E0%A6%BE-%E0%A6%A8%E0%A7%87%E0%A6%87-%E0%A6%AE%E0%A6%A8%E0%A6%BF%E0%A6%B0%E0%A7%81%E0%A6%B2