‘উন্নয়নের রোল মডেল-শেখ হাসিনার বাংলাদেশ’ এই শ্লোগানকে সামনে রেখে বৃহস্পতিবার কাপ্তাইয়ে তিন দিনব্যাপী উন্নয়ন মেলার উদ্বোধন করা হয়েছে। পরে এ বিষয়ে এক সেমিনারও অনুষ্ঠিত হয় উপজেলা রেস্ট হাউজে।
উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলবার হোসেন প্রধান অতিথি হিসেবে এ মেলার উদ্বোধন করেন। এসময় আরো উপস্থিত ছিলেন ইউএনও তারিকুল আলম, উপজেলা আ’লীগ সভাপতি অংসুই ছাইন চৌধুরী, ওসি সৈয়দ মোহাম্মদ নুর, ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, নুর নাহার বেগমসহ উপজেলার বিভিন্ন বিভাগীয় প্রধানগণ। মেলার উদ্বোধনের পর অতিথিবৃন্দ উন্নয়ন মেলার স্টলগুলো ঘুরে দেখেন। মেলায় মোট ৪৬টি স্টল অংশগ্রহণ করে।
পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তর কাপ্তাই উপজেলা কার্যালয়ের উদ্যোগে এক সেমিনার অনুষ্ঠিত হয় উপজেলা রেস্ট হাউজে। এতে সভাপতিত্ব করেন ইউএনও তারিকুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: দিলবার হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান সুব্রত বিকাশ তঞ্চঙ্গ্যা, নুর নাহার বেগম। তথ্য ও যোগাযোগ বিষয়ের গুরুত্ব তুলে ধরে মূল্যবান রাখেন উপজেলা সহকারি তথ্য কর্মকর্তা মো: হারুন, মাধ্যমিক কর্মকর্তা নাদের আহাম্মদ, হেডম্যান থোয়াই অং, অধ্যক্ষ এএইচএম বেলাল চৌধুরী, ওসি সৈয়দ মোহাম্মদ নুর, মুক্তিযোদ্ধা কমান্ডার শাহাদাৎ হোসেন চৌধুরী, কাপ্তাই ফায়ার সার্ভিসের প্রতিনিধি ফিরোজ কুতুবি, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অধিদপ্তরের উপজেলা প্রোগ্রামার সুনিল চাকমা প্রমুখ।