সৈকত বাবু
অনলাইনে সরকারি সেবা প্রদানে আরেক ধাপ এগিয়ে ব্যতিক্রমী উদ্যোগ উদ্ভাবন করেছেন রাঙামাটির জেলা প্রশাসক। সাধারণ ও গ্রামীণ মানুষের দুর্ভোগ কমাতে অনলাইনে সেবা প্রদানের মাধ্যমে উত্তরাধিকার সনদ প্রদানের এ ব্যতিক্রমী উদ্ভাবনী উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসক। এমন কর্মকান্ডের উদ্ভাবক রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।
মুলত স্থানীয় বাসিন্দাদের সেবা নিশ্চিত করার পাশাপাশি সময়, অর্থ ও ভোগান্তি কমাতেই এমন উদ্যোগ গ্রহণ করেছে রাঙামাটির জেলা প্রশাসক। তাঁর এমন উদ্যোগে সেবা গ্রহণের চিত্র পাল্টে যাবে অনেকখানি তেমনটাই মনে করছেন সুধীজনরা।
পার্বত্য জেলা রাঙামাটির দুর্গম উপজেলাগুলোতে প্রান্তিক জনগোষ্ঠীর বসবাস। এসব দুর্গম অঞ্চলের বাসিন্দাদের উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কার্যক্রমে জেলা প্রশাসকের উত্তরাধিকার সনদের প্রয়োজন হয়ে থাকে। উত্তরাধিকার সনদ প্রাপ্তি সহজ করতে শীগ্রই অনলাইনে উত্তরাধিকার সনদ কার্যক্রমের উদ্বোধন হতে করতে যাচ্ছে রাঙামাটি জেলা প্রশাসন। আগামী ৫ আগস্ট বীর মুক্তিযোদ্ধা শহীদ কাপ্টেন শেখ কামালের জন্মবার্ষিকী উপলক্ষে রাঙামাটিতে অনলাইনে উত্তরাধিকার সনদ প্রদান অনলাইন আবেদন উদ্বোধন করা হবে।
মঙ্গলবার দুপুরে (২ আগস্ট) রাঙামাটি জেলা প্রশাসন কার্যালয়ের সম্মেলন কক্ষে এ সংক্রান্ত আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা জানিয়েছেন জেলাপ্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান। এসময় জেলাপ্রশাসক জানান, রাঙামাটি জেলা প্রশাসন জেলার স্থায়ী বাসিন্দাদের স্থায়ী বাসিন্দা সনদপত্র ও বিদেশী নাগরিকদের রাঙামাটিতে ভ্রমনের জন্য অনলাইনে অনুমতি প্রদান কার্যক্রম ইতোমধ্যে বাস্তবায়ন করে আসছে। এপর্যন্ত জেলায় ৬ হাজার ২৭৭ জনকে অনলাইনে স্থায়ী বাসিন্দা সনদপত্র ও ১৯৭ জন বিদেশী ভ্রমণকারীকে অনলাইনে ভ্রমণের অনুমতি দেয়া হয়েছে। এছাড়া দুর্গম অঞ্চলের জনগোষ্ঠীদের জন্য উত্তরাধিকার সূত্রে জমির মালিকানা পরিবর্তনসহ নানাবিধ কাজের জন্য উত্তরাধিকার সনদপত্র দেয়া হবে। বর্তমান প্রচলিত পদ্ধতিতে উত্তরাধিকার সনদ পেতে সেবাগ্রহীতাকে প্রায় ৬০ দিনের মতো অপেক্ষা করতে হয়। বর্তমানে ঘরে বসে অনলাইনের আবেদনের মাধ্যমে ২০ দিনের মধ্যে সনদপত্র পাওয়া যাবে। এতে সেবা গ্রহীতারা অর্থ অপচয়ের পাশাপাশি কম সময়ে সেবা পাবেন।
কার্যক্রমের উদ্ভাবক জেলা প্রশাসক মিজানুর রহমান আরও জানান, রাঙামাটি জেলার ওয়েব পোর্টালের অভ্যন্তরীণ ই-সেবা কর্নারে স্থায়ী বাসিন্দা সনদ, বিদেশী ভ্রমণকারীদের অনুমতি প্রদান কার্যক্রম সংক্রান্ত লিংক সংযোজন করা হয়েছে। এর মাধ্যমে যথাযথ নিয়মানুসারী আবেদন করলেই ২০ দিনের মধ্যেই উত্তরাধিকার সনদ পাবেন কাঙ্খিত সেবা গ্রহীতারা।