
রাঙামাটি স্টেডিয়াম পাড়ার ক্লাব উইন স্টার ৩-০ গোলের ব্যবধানে হারিয়েছে তবলছড়ির ইয়থ স্পোর্টিং ক্লাবকে । বুধবার বিকাল তিনটায় রাঙামাটির মারী স্টেডিয়ামে ইয়থ স্পোর্টিং ক্লাবের মুখোমুখি হয় হাসপাতাল পাড়ার উইন স্টার স্পোর্টিং ক্লাব। লীগের আনেকটা গুরুত্বহীন ম্যাচে হেলালের করা হ্যাটট্রিকে সহজ জয় পায় উইন স্টার। প্রথম রাউন্ড থেকে বিদায় নিশ্চিত করা দু’দল মুখোমুখি হয় নিয়ম রক্ষার ম্যাচে। তবে উইন স্টার ম্যাচে গোটা চারেক সহজ সুযোগ হাত ছাড়া করে। সহজ সুযোগ কাজে লাগাতে পারলে গোলের ব্যবধান আরো অনেক বেশি হতে পারতো।
ম্যাচের প্রথম থেকেই অনেকটা আধিপত্য নিয়েই খেলতে থাকে উইন স্টার। আক্রমণে যেমন ব্যস্ত ছিল উইন স্টার তেমনই সে আক্রমনে সামলাতে ঘাম ঝরাতে হয় ইয়থকে। প্রথমার্ধের ১৬ মিনিটের সময় ইয়থের জালে বল জড়িয়ে উইন স্টারকে লিড এনে দেয় মো: হেলাল। আধিপত্যের বিপরীতে ফাঁকে ফাঁকে পাল্টা হানাও দিয়েছে ইয়থ উইন স্টারে রক্ষণভাগে। ইয়থের আক্রমণ সামলাতে গিয়ে আহত হন উইন স্টারের গোলরক্ষক মাস্তান। ৩১ মিনিটের সময় আবারো গোল করে হেলাল। ২ গোলের লিড নিয়ে বিরতিতে যায় উইন স্টার।
গোলরক্ষক মাস্তানকে পরিবর্তন করে মুন্না নিয়ে মাঠে উইন স্টার। বিরতিতে থেকে ফিরেও বল নিয়ন্ত্রণে রাখে হাসপাতাল পাড়ার ক্লাবটি। দ্বিতীয়ার্ধের ১১ মিনিটে আবারো বল জড়ায় ইয়থের জালে এবারও গোলদাতা হেলাল। লীগে এটাই প্রথম হ্যাটট্রিক। বাকী সময়টুকে কয়েকটি সুযোগ তৈরি করলেও কাজে লাগাতে পারেনি উইন স্টার। হেলালের হ্যাটট্রিকে সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে উইন স্টার।
পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের অর্থায়নে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড প্রথম বিভাগ ফুটবল লীগ গত ১৭ অক্টোবর শুরু হয়ে আগামী ২৯ নভেম্বর শেষ হবার কথা রয়েছে। লীগে রাঙামাটি শহরের ১২টি ক্লাব অংশগ্রহণ করছে। বৃহস্পতিবার রাঙামাটি মারী স্টেডিয়ামে বিকাল তিনটায় সবুজ সংঘের মুখোমুখি হবে সৃজন স্পোর্টিং ক্লাব।