রাঙামাটিতে ঈদের ছুটিতে শহরের অনেক দোকান বন্ধ থাকার পর আবার খুলতে শুরু করেছে। দোকান বা মার্কেটগুলো খোলার কারণে স্বাভাবিক হচ্ছে মার্কেটগুলো।
শহরের অধিকাংশ দোকানদার শহরের বাইরেই নিজ গ্রামে ঈদ উদযাপন করতে যায়। সারা বছর রাঙামাটিতে ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করলেও ঈদের ছুটিতে তারা পরিবারের সাথে ঈদ উদযাপন করতে যায়। সাধারণত কিছু খাবারের দোকান পর্যটকদের আশায় খোলা রাখলেও অনান্য দোকান যেমন কাপড়, জুতার দোকান সহ অনান্য দোকান বন্ধ ছিল।
তবলছড়ি, বনরূপা রিজার্ভ বাজার ভেদভেদী গিয়ে দেখা যায়, ঈদের ছুটিতে দোকান বন্ধ থাকলেও ঈদের ছুটি শেষে আবার ব্যবসায় ফিরে এসেছে ব্যবসায়ীরা। যেসব দোকান ঈদে বন্ধ ছিল তারা প্রায় দোকান এখন খোলা হচ্ছে মালিক এবং দোকানের কর্মচারীরা আবার কাজে যোগ দেবার ফলে দোকানগুলো খোলা হচ্ছে। যদিওবা দোকান খোলার সাথে সাথে বেচাকেনা খুব একটা হচ্ছে না। আনেক দোকানের মালিক রাঙামাটির হলেও কর্মচারীদের ছুটি এবং নিজেদের ঈদ উদযাপন করার জন্য দোকান বন্ধ রেখেছেন।
বনরূপা বাজারের দোকানার আবুল হোসেন বলেন, ঈদের ছুটি শেষে আবার আসলাম এখন আবার ব্যবসা শুরু হবে, যদিওবা বিক্রি খুব একটা নাই।
রিজার্ভ বাজার এলাকার রাজিব হোসেন বলেন, ঈদের সময় বাড়ি গিয়েছিলাম পরিবারের সাথে ঈদ করতে ঈদ শেষে আবার ফিরে আসলাম। কোরবানির ঈদেই যেতে পারি বাড়িতে।