
পবিত্র ঈদে মিলাদুন্নবী (দঃ) উপলক্ষে রাঙামাটিতে বিশাল জশনে জুলুছ (বর্ণাঢ্য র্যালী) অনুষ্ঠিত হয়েছে। গাউছিয়া কমিটি রাঙামাটি জেলার উদ্যোগে শুক্রবার জুমার নামাজের পর রিজার্ভ বাজার জামে মসজিদের সামনে থেকে জুলুছ বের হয়ে বনরূপা গিয়ে শেষ হয়। এসময় বিভিন্ন মসজিদ থেকে শত শত মুসল্লী জুলুছে যোগদান করে।
বসরূপা জামে মসজিদে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তারা বলেন, পবিত্র জশনে জুলুছে ঈদে মিলাদুন্নবী(দঃ) কোরআন হাদিস দ্বারা প্রমানিত একটি পূণ্যময় ইবাদত। এটি নিঃসন্দেহে ইসলামী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। এই ধারাবাহিকতা আগামীতেও অব্যাহত থাকবে বলে মন্তব্য করেন তারা।
এসময় রাঙামাটি জেলা গাউছিয়া কমিটির আহবায়ক ও জেলা পরিষদ সদস্য হাজী মোঃ মুছা মাতব্বর, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী, সদর উপজেলা চেয়ারম্যান শহিদুজ্জামান মহসিন রোমান, জেলা গাউছিয়া কমিটির সদস্য সচিব মুহাম্মদ আবু সৈয়দ, সদস্য মাওলানা শফিউল আলম আল ক্বাদেরী, হাজী মোঃ আবদুল করিম খান, হাজী মোঃ নাছির উদ্দিন, হাজী মোঃ জসীম উদ্দিন,প্যানেল মেয়র জামাল উদ্দীন। রাঙামাটি জেলার বিভিন্ন মসজিদের খতিবগণও উপস্থিত ছিলেন। বনরূপা জামে মসজিদের খতিব মাওলানা ইকবাল হোসেন আল ক্বাদেরী, পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী সুলতান মাহমুদ আল ক্বাদেরী, রিজার্ভ বাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা হাফেজ ক্বারী নঈম উদ্দিন আল ক্বাদেরী, সহকারী ইমাম মাওলানা হাফেজ ক্বারী ইব্রাহিম আল ক্বাদেরী, কাঠালতলী জামে মসজিদের খতিব মাওলানা হাফেজ ক্বারী সেকান্দর হোসেন আল ক্বাদেরী, পুরাতন বাস স্টেশন জামে মসজিদের খতিব মাওলানা জসীম উদ্দিন নুরীসহ বিভিন্ন মসজিদের ইমামগণ। বনরূপা জামে মসজিদে আলোচনা, মিলাদ কিয়াম মোনাজাত শেষে সমাপ্তি হয়।