খাগড়াছড়ির দীঘিনালার হত দরিদ্র আমেনা বেগম (৬০), খাইরুন বেওয়া (৬৮), সুফিয়া (৬২)। এবার ঈদের নতুন একটি শাড়ি পড়তে পারবেন তা কল্পনাও করেননি। এমন সময় সেনাবাহীনির দেওয়া শাড়ি পেয়ে মহাখুশি তারা।
খাইরুন বেওয়া (৬৮) জানান, স্বামী মারা গেছেন অনেক বছর হলো। দেখার মতো কেউ নেই। সেই থেকে অনেক কষ্টে দিন পার করছেন। কোন ঈদে চিনি সেমাই কিনতে পারলেও এর বেশি কিছু জুটেনা। এবার নতুন একটি শাড়ি পেয়ে অনেক খুশি হয়েছেন তিনি। একই অনুভূতি জানান অমেনা, সুফিয়াসহ অন্যরা।
শনিবার দীঘিনালায় হতদরিদ্রদের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরন করেছে সেনাবাহিনী। উপজেলার কবাখালি ও মেরুং ইউনিয়নে ১৪০ পরিবারের মাঝে এ কাপড় বিতরন করা হয়। দীঘিনালা জোন অধিনায়ক লেঃ কর্ণেল ফেরদৌস মোঃ জিয়াউদ্দিন মাহমুদ কবাখালিতে এবং জোনের উপ অধিনায়ক মেজর সাব্বির আহমেদ মেরুং এলাকার দরিদ্রদের মাঝে কাপড় বিতরন করেন।
Previous Articleঈদের আগে বেতন পাচ্ছেনা কেপিএম কর্মচারীরা !
Next Article কাউখালীতে রেডক্রিসেন্ট’র ত্রান বিতরন