রাঙামাটির সামাজিক স্বেচ্ছাসেবি সংগঠন ইয়ুথ’র কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে রাঙামাটি শিশু একাডেমি হলরুমে অনুষ্ঠিত সংগঠনের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এই কার্য নির্বাহী কমিটির নাম ঘোষণা করা হয়। এতে সভাপতি হিসেবে রূপেশ বড়ুয়া, সহ-সভাপতি রহিমা আক্তার রুপা, সাধারন সম্পাদক এস এম গোলাম সারোয়ার অপু, যুগ্ম সম্পাদক ম্যারেলিন এনি মারমা, সাংগঠনিক সম্পাদক রূপম তঞ্চঙ্গ্যা, সহ-সাংগঠনিক সামরিন জাহান মীম, তথ্য ও প্রচার সম্পাদক ছালেহ আহমেদ, উপ তথ্য ও প্রচার সম্পাদক মীর হাসিবুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ জসীম উদ্দিন, কোষাধ্যক্ষ মোঃ এরশাদুল আলম, সমাজ সেবা সম্পাদক চৌধুরী অনেশ বড়ুয়া , সহ প্রকাশনা পূজা বড়–য়া, সদস্য আরিফুল ইসলাম, সুব্রত চৌধুরী ও সাইফুল ইসলামকে দায়িত্ব অর্পন করা হয়।
Previous Article‘বিএনপি চোরের দল, এখন বর্ষাকালের ব্যাঙের মতো হাউকাউ করছে’
Next Article রাঙামাটির পৌরসভায় তিনদিনের কর্মবিরতি শুরু আজ
2 Comments
অভিন্দন রুপেশ দাদা এবং অপু ভাই….
অসংখ্য ধন্যবাদ pahar24 কে ?