‘ইশারা ভাষা উন্নয়নে, এগিয়ে যাব প্রতিজনে’ এই শ্লোগানে র্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে রাঙামাটিতে উদযাপিত হলো বাংলা ইশারা ভাষা দিবস-২০১৮। দিবসটি উপলক্ষে বুধবার সকালে এক বর্ণাঢ্য র্যালি বের করা হয়। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ প্রাঙ্গণ হতে র্যালিটি শুরু হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে জেলা শিল্পকলা একাডেমিতে গিয়ে শেষ হয়ে শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভায় মিলিত হয়। র্যালিতে সরকারি, বেসরকারি ও বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা র্যালি ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য ও সমাজসেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরার সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন রাঙামাটি কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক পবন কুমার চাকমা, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মনোরঞ্জন ধর, বিশিষ্ট সমাজ সেবক জসিম উদ্দিন বাবুল, মুখ ও বধির কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক রাখাল চন্দ্র ভৌমিক ও দোয়েল সমাজ কল্যাণ সংস্থার প্রতিনিধি রাশেদুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক (ভাঃ) রুপনা চাকমা।
আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, বর্তমান সরকার প্রতিবন্ধীদের কল্যাণে কাজ করে যাচ্ছে। দেশের প্রতিটি প্রতিবন্ধী যাতে নিজের সীমাবদ্ধতা নিয়ে ও স্বনির্ভর হয়ে বাঁচতে পারে, বর্তমান সরকার সেই লক্ষ্যে নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং তা সমাজ সেবা বিভাগের মাধ্যমে বাস্তবায়ন করছে। তিনি বলেন, প্রতিবন্ধীরা তাদের মনের ভাব প্রকাশের জন্য তারা ইশারায় আমাদের অনেক কিছু বুঝাতে চায়। তাদের মনের ভাবগুলোকে বুঝে আমাদের প্রাধান্য দিতে হবে। তিনি বলেন, প্রতিবন্ধীরা যাতে সমাজ এবং পরিবারের বোঝা না হয়ে দেশের সম্পদ হয়ে নিজ পায়ে দাঁড়াতে পারে সরকার তার বাস্তবসম্মত উদ্যোগ নিয়েছে। তিনি সরকারের পাশাপাশি বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনকে প্রতিবন্ধীদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান।