চলমান রোহিঙ্গা ইস্যু নিয়ে রাঙামাটিতে যেন কোনো অপ্রীতিকর ঘটনার সৃষ্টি না হয় সে লক্ষ্যে রাঙামাটি পার্বত্য জেলার মসজিদের ইমামদের সাথে বিশেষ আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার রাঙামাটি জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এ সভায় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জনাব মোহাম্মদ মানজারুল মান্নান, জেলা পুলিশ সুপার জনাব সাঈদ তারিকুল হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক জনাব প্রকাশ কান্তি চৌধুরী ও জেলার বিভিন্ন মসজিদের ইমামগণ।
এসময় পুলিশ সুপার বলেন, সরকার রোহিঙ্গাদের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে এবং সর্বতোভাবে সহযোগিতা করছে। একই সাথে আন্তর্জাতিকভাবেও যেনো রোহিঙ্গা ইস্যু গুরুত্ব পায় সেই লক্ষ্যে কাজ করছে। এটা এখন একটি মানবিক ইস্যু, এটা নিয়ে কোন রাজনীতি কিংবা অপ্রীতিকর ঘটনার চেষ্টা করা হলে কঠোর পদক্ষেপ নেয়া হবে।
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বলেন, বাংলাদেশ প্রমাণ করেছে তারা মানবতার প্রশ্নে আপোষহীন। মাননীয় প্রধানমন্ত্রী নিজে কক্সবাজারে ছুটে গেছেন, রোহিঙ্গাদের জন্য সব ধরণের সহযোগিতা নিশ্চিত করেছেন। রোহিঙ্গা ইস্যুকে মানবিক ইস্যু হিসেবে মন্তব্য করে তিনি বলেন, এটা নিয়ে কোন ধরণের পরিস্থিতি জটিল করার চেষ্টা মেনে নেয়া হবেনা। জেলা প্রশাসক বলেন, রোহিঙ্গা সমস্যা একটা আন্তর্জাতিক ইস্যু, সরকার চেষ্টা করছে এটাকে কূটনৈতিকভাবেই সমাধান করার। একাজে দেশের সকল নাগরিকের উচিত সরকারকে সহযোগিতা করা।
এসময় উপস্থিত ইমামগণ সরকারের পদক্ষেপ এবং মাননীয় প্রধানমন্ত্রীর কক্সবাজার যাওয়ার ঘটনায় কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সরকারের রোহিঙ্গাদের পাশে থাকার অবস্থানকে সমর্থন করে বক্তব্য রাখেন।