রাঙামাটির বাজারে ইফতারে বাহারি ও মুখোরোচ আইটেমের পসরা সাজিয়ে বসেছে হোটেল মালিকরা। পবিত্র রমজানের প্রথম দানে শহরের হ্যাপিরমোড়, ফরেষ্ট কলোনি রোড়, বনরূপা বাজারে এ সব ইফতারি বিক্রয় করতে দেখা গেছে।
এ বিষয়ে রাঙামাটি জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উত্তম কুমার দাশ বলেন, শুক্রবার রাতেই এ ব্যাপারে আমরা নির্দেশনা পেয়ে সাথে সাথেই হোটেল মালিক সমিতিকে অবহিত করার পাশাপাশি মাইকিংও করা হয়েছে। তবে তাদের কঠোর ভাবে বলে দেয়া হয়েছে শুধু মাত্র পার্সেল হিসাবে এই ইফতারি বিক্রয় করতে পারবেন, সাথে সাথে তারা নিজ দায়িত্ব সামাজিক দূরত্ব বাজায় ও স্বাস্থ্য বিধি মেনেই কাজটিও করবেন। এ বিষয়ে তিনি আরও বলেন, অবশ্যই ইফতার সময়ের মধ্যেই এ বেচাবিক্রি শেষ করতে হবে। দোকানিরা চাইলে সেহেরিও বিক্রয় করতে পারবে, তবে সেটাও পার্সেল হতে হবে, কোন ভাবেই দোকানে বসিয়ে খাওয়াতে পারবেন না।
কালিন্দীপুরের ব্যাচেলর সাজ্জাদ জানানা, সরকারের এই সিদ্ধান্তকে স্বাগত জানাচ্ছি, ইফতারের বিষয়টি নিয়ে আসলেই চিন্তায় ছিলাম, কিভাবে কি করবো, এখন বেশ স্বস্তিবোধ করছি।