খাগড়াছড়ি সরকারি কলেজের মেধাবি ছাত্রী ইতি চাকমার হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ করেছে পার্বত্য বাঙ্গালি ছাত্র পরিষদ। বুধবার সকালে সংগঠনটি খাগড়াছড়ি সরকারি কলেজ থেকে হত্যাকারীদের ফাঁসির দাবিতে বিক্ষোভ মিছিল বের করে। মিছিটি চেঙ্গী স্কোয়ারে আসলে পুলিশ বাধা দেয়। পরে পুলিশী বাধার মুখে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন বাঙ্গালি ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার একাংশের সহ সভাপতি মাঈন উদ্দিন, সাধারণ সম্পাদক এস এম মাসুম রানা, টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের সভাপতি ইব্রাহিম খলিল, সরকারি কলেজের সহ সাধারণ সম্পাদক সোহাগ রানা প্রমুখ।
সমাবেশ থেকে ইতি চাকমার হত্যার ঘটনায় জড়িত সকলকে গ্রেফতার করে ফাঁসি দেয়ার দাবি জানানো হয়।
গত ২৭ ফেব্রুয়ারি রাতে জেলা শহরের আরামবাগ এলাকায় ভগ্নিপতি অটল চাকমার ভাড়া বাসায় খুন হয় খাগড়াছড়ি সরকারি কলেজের মানবিক বিভাগের দ্বিতীয় বর্ষের মেধাবি ছাত্রী ইতি চাকমা। এ ঘটনায় নিহত ইতি চাকমার বড় বোন জোনাকি চাকমা বাদী হয়ে সদর থানায় একটি হত্যা মামলা করেছিলেন। ওই ঘটনায় অজ্ঞাত ব্যক্তিদের আসামি করা হয়। এই ঘটনায় ইতিমধ্যে তুষার চাকমা নামে এক যুবককে আটক করেছে পুলিশ।