খাগড়াছড়ির গুইমারা বাজার মোটর সাইকেল স্টেশন থেকে বাইল্যাছড়ির মৃত আলী আহম্মেদের ছেলে আবুল হোসেন (৪৮) নামে ইউপিডিএফের এক সোর্সকে আটক করেছে গুইমারা থানা পুলিশ। এসময় তার কাছ থেকে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করে পুলিশ।
মঙ্গলবার দুপুরে গুইমারা মোটর সাইকেল স্টেশনে বই হাতে নিয়ে ঘোরাফেরা করে ইউপিডিএফের সোর্স আবুল হোসেন। বিষয়টি বাজারের দায়িত্বরত গুইমারা থানার এএসআই শাহাজালালের সন্দেহ হলে সে অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটুকে অবগত করে। তাৎক্ষণিক অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটু এএসআই শাহাজালালকে সঙ্গে নিয়ে ব্যাগ তল্লাশি করলে ২৫ রাউন্ড তাজা গুলি বের হয়ে আসে বইয়ের ভিতর থেকে।
চতুর ইউপিডিএফের সোর্স আবুল হোসেন একটি ইংরেজি গ্রামার বইয়ের মাঝখানে ব্লেড দিয়ে বক্সএর মত করে কেটে এর ভিতরে করেই পাচার করছে তাজা গুলিগুলো।
পুলিশ জানায়, সোর্স আবুল হোসেন দীর্ঘদিন ধরে গরু ব্যবসা করার পাশাপাশি পার্বত্য সন্ত্রাসী সংগঠন ইউপিডিএফের সোর্স হিসেবে কাজ করে আসছে চতুরতার সহিত।
গুইমারা থানা অফিসার ইনচার্জ সাহাদাত হোসেন টিটুর নিকট জানতে চাইলে তিনি বলেন, মঙ্গলবার গুইমারা বাজারে বাজার বার দিন হওয়ার সুবাদে ব্যাপক লোকজন গুইমারা বাজারে আসে। সকল লোকের নিরাপত্তার স্বার্থে বাজারদিন বিশেষ নজর রাখার চেষ্টা করি। তার ধারাবাহিকতায় বাজারে দায়িত্বরত আমাদের এএসআই শাহাজালাল আটক ব্যক্তির ওপর সন্দেহ হলে আমি তাৎক্ষণিক ঘটনাস্থলে গিয়ে বইটি তল্লাশি করে ২৫ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হই। আটকের বিষয়ে আইনগত ব্যবস্থা নিচ্ছি। এধরনের নিরাপত্তাজনিত ব্যাবস্থা সবসময়ে অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
৯ Comments
রাংগামাটির আসামবস্তির সোর্স টাকে দরেন।
কি নাম উনার?
ক্রস ফায়ার দেন….
Fashi hok rajakarer
মির্জাপর
jota maren
এ সালার পাচায় এবার গরম ডিম দেয়া হোক।
মেরে ফেলা হউক জাতিয় বেইমান দের।
ঐ বেইমানকে অাগুনে পুরে মারা হউক