বাঘাইছড়ি প্রতিনিধি ॥
রাঙামাটির বাঘাইছড়িতে উপজেলা নির্বাহী অফিসার শরিফুল ইসলামকে লাল-সবুজের উত্তরিয় ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেছে স্বেচ্ছাসেবী সংগঠন হৃদয়ে বাঘাইছড়ি। বুধবার আয়োজিত আলোচনা ও সম্মাননা প্রদান করা হয়।
এসময় কাচালং সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ দেব প্রসাদ দেওয়ান, প্রেস ক্লাব সভাপতি দিলীপ কুমার দাশ, কাচালং সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম ও হৃদয়ে বাঘাইছড়ির প্রতিষ্ঠাতা সভাপতি প্রকৌশলী মাহমুদুল হাসান সোহাগসহ সংগঠনের সদস্যগণ উপস্থিত ছিলেন।
হৃদয়ে বাঘাইছড়ির সভাপতি মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় হত দরিদ্র শিক্ষার্থী ও অসুস্থতাদের সেবাদানে একটি শিক্ষা ও স্বাস্থ্য সহায়ক তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানান অতিথিরা।