পার্বত্য অঞ্চলে অবৈধ অস্ত্র দিয়ে আওয়ামীলীগকে কখনোই নিশ্চিহ্ন করা যাবে না। আওয়ামীলীগকে নিশ্চিহ্ন করা হলে পাহাড়ে আর সাম্প্রদায়িক সম্প্রীতি স্থায়ী থাকবে না বলে মন্তব্য করেছেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। তিনি বলেন, অস্ত্র কখনো মানুষের মঙ্গল বয়ে আনে না। পার্বত্য চট্টগ্রাম থেকে অবৈধ অস্ত্র উদ্ধার করা না গেলে পাহাড়ে শান্তি কখনোই চিরস্থায়ী হবে না।
রোববার রাঙামাটির দুর্গম জুরাছড়ি উপজেলায় সাম্প্রতিক পাহাড় ধস ও বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ হতে ত্রাণ বিতরণকালে সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার এসব কথা বলেন।
ত্রাণ বিতরণী অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা, জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, জেলা পরিষদ সদস্য জ্ঞানেন্দু বিকাশ চাকমা, জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা কেরল, জেলা মহিলা আওয়ামীলীগের সহ-সভানেত্রী ঝর্না খীসা, জুরাছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি প্রবর্তক চাকমা, জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা রাশেদ ইকবাল চৌধুরীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
অনুষ্ঠানে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বলেন, পার্বত্যবাসীর প্রতি বর্তমান সরকার খুবই আন্তরিক। এ অঞ্চলের মানুষের ভাগ্য উন্নয়নে বর্তমান সরকার শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন বিষয়ে গুরুত্ব দিয়েছেন। তিনি বলেন, বর্তমান সরকারের নির্দেশে রাঙামাটিতে সাম্প্রতিক ঘটে যাওয়া দুর্যোগের পর পরই ক্ষতিগ্রস্ত মানুষের পাশে জেলা পরিষদ ছুটে গিয়েছে। প্রতিনিয়তই ক্ষতিগ্রস্ত পরিবারদের নগদ অর্থ, খাদ্য ও স্বাস্থ্যসেবা প্রদান করছেন। আগামীতেও সকল দুর্যোগে ক্ষতিগ্রস্তদের পাশে সবসময় এ পরিষদ থাকবে বলে তিনি প্রতিশ্রুতি ব্যক্ত করেন।
পরে অতিথিরা জুরাছড়ি উপজেলার বিভিন্ন এলাকার ৩৩৬টি পরিবারের প্রায় ১২শ ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে চাল, শাড়ি, লুঙ্গি ও ফলদ গাছের চারা বিতরণ করেন।
5 Comments
কুলাঙ্কার মোঃ দিপঙ্কর
100% ঠিইক,, শুধু মাত্র আওয়ামিলিগ ধংস হলেই, পাহাড়ে আবার শান্তি ফিরে আসবে|
Tor obosta gorusoron tor mot haki takar dorkar nai pahary,settler jodo tui dongso goribaty soty#soly ja somoy takty.kintu kobe je asbe tor kal boski tokon r kisu tak bena.
আওয়ামী লীগের নেতারা পাহাড়ের সমপীতি কথা বলেতো পাহাড়কেন শেষ করলো, পাহাড়ের জায়গা জমি হাজার হাজার একর জায়গা লীজ ও সেনা বিজিবি দখল করে নিয়েগেল,আদিবাসী অধ্যুষিত অনচলকে মুসলিম অন চলে পরিনত করার নাম সম্প্রীতি ।
জুজু ভয় দেখিয়ে লাভ নেই, পাহাড়ের মানুষ (পাহাড়ী ও বাঙ্গালী ) সব বুঝে গেছে, শুধু তারাই বুঝেনাই, যে পাযের নীচের মাটি কখন ছড়ে গেছে হাহা…..