শনিবার সন্ধ্যায় সিএনজি দুর্ঘটনায় আহত রাঙামাটি প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে এর শারীরিক অবস্থার খোঁজ খবর নিতে রোববার সন্ধ্যায় তাঁর বাসভনের দেখতে যান রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময় তিনি সুনীল কান্তি দে’র শারীরিক অবস্থার খোঁজখবর নেন এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী ঔষুধ গ্রহণ ও চলাফেরা করার পরামর্শ দেন।
এসময় উপস্থিত ছিলেন রাঙামাটি প্রেসক্লবের সভাপতি সাখাওয়াৎ হোসেন রুবেল, রাঙামাটি জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত শনিবার সন্ধ্যায় রাঙামাটি জেলা পরিষদ আয়োজিত কুমার সমিত রায় জিমনেসিয়ামে ব্যাডমিন্টন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী খেলোয়াড়দের রাতের খাবারের ব্যবস্থা নিতে যাওয়ার সময় জেলা পরিষদ এলাকার বিজন স্মরণী সড়কে সিএনজি উল্টে গেলে প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে ও জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক বরুণ বিকাশ দেওয়ান আহত হন। দুর্ঘটনায় জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক সামান্য আহত হলেও প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে এর দুই হাতে জখম হয়। আহত অবস্থায় তাদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে চিকিৎসা প্রদান শেষে দায়িত্বরত চিকিৎসক আশঙ্কামুক্ত বলে আশ্বাস দেওয়ায় তাদের নিজ বাড়ি যাওয়ার অনুমতি দেয়। বর্তমানে প্রবীণ সাংবাদিক সুনীল কান্তি দে তার নিজ বাসায় চিকিৎসারত অবস্থায় রয়েছেন।