“সবাই মিলে গড়বো দেশ,দূর্নীতিমুক্ত বাংলাদেশ” “আসুন দূর্নীতির বিরুদ্ধে একতাবদ্ধ হই” এমন সব শ্লোগান সমৃদ্ধ দাবি নিয়ে আন্তর্জাতিক দূর্নীতি প্রতিরোধ দিবস উপলক্ষে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে রাঙামাটির লংগদুতে।
দূর্নীতি প্রতিরোধ কমিটি লংগদু উপজেলা শাখার আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় শনিবার সকালে অনুষ্ঠিত মানববন্ধনে সভাপতিত্ব করেন দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি হাজী ফোরকান আহামেদ।
মানববন্ধনে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান তোফাজ্জল হোসেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহ্দী ইমাম, রাবেতা মডেল কলেজের অধ্যক্ষ মুহাম্মদ শহীদুল্লাহ,উপজেলা সমবায় কর্মকর্তা মো.ছদর আমীন,পরিসংখ্যান কর্মকর্তা কাজী আহাম্মদ উল্যাহ প্রমূখ।
লংগদু উপজেলা পরিষদের সামনে অনুষ্ঠিত দূর্নীতি প্রতিরোধ দিবসের এ মানববন্ধন পরিচালনা করেন কমিটির সাধারন সম্পাদক ও লংগদু প্রেসক্লাবের সভাপতি এখলাস মিঞা খান।
1 Comment
অফিসের সময় শেষে অফিসের গাড়ি দিয়ে বিয়ের বর যাএি যায় জ্বালানি কেদে???বেতন বেড়েছে দ্রব মূল্যর সাতে পাল্লা দিয় ঘুষ ও বেড়েছ।