‘চলবো মোরা একসাথে, জয় করবো মানবতাকে’-এই স্লোগানকে সামনে রেখে রাঙামাটির লংগদু উপজেলায় “আলোর পথে লংগদু” নামে একটি সামাজিক সংগঠন যাত্রা শুরু করেছে। সাংগঠনিকে পূর্ণাঙ্গ রূপ দিতে পরিচালনা কমিটি গঠনের লক্ষ্যে একটি ১৩ সদস্য বিশিষ্ট একটি আহবায়ক গঠন করা হয়েছে।
শুক্রবার (২৬ জুন), লংগদু উপজেলার বাইট্টাপাড়া বাজারস্থ লংগদু কাঠ ব্যাবসায়ী সমিতির কার্যালয়ে আলোচনা সভা শেষে এই আহবায়ক কমিটি গঠন করা হয়।
মোঃ সোহেল রানা’র উপস্থাপনায় ও মোঃ শাহেদ এর সভাপতিত্বে একটি আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, লংগদু মডেল কলেজের প্রভাষক মোঃ হারুনুর রশিদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, লংগদু সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ তৌহিদ রেজা, লংগদু প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ওমর ফারুক মুছা, উপজেলা কাঠ ব্যাবসায়ী সমিতির সভাপতি ও স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ সাদেক হোসেন, বাইট্টাপাড়া বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি রাকিব হোসেন, লংগদু বৃহত্তর মটর সাইকেল মালিক সমিতি লিমিটেড এর সভাপতি মোঃ হানিফ। আরো বক্তব্য রাখেন, মোঃ তারিকুল ইসলাম (তারা) সাংবাদিক, সাকিব আলম মামুন (প্রমুখ)।
এসময় ‘আলোর পথে লংগদু’ সামাজিক সংগঠনের বিভিন্ন ইউনিয়নের সক্রিয় সদস্যগণ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, কিছু উদ্যোগী তরুন ছাত্র গত ছয় মাস পূর্বে এই স্বেচ্ছায় রক্তদান কার্যক্রমের মধ্যদিয়ে এই সংগঠনের যাত্রা শুরু করেছিল। এই সংগঠনের মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো মানবতার সেবা। যার মধ্যে উলেখযোগ্য- রক্তদান কর্মসূচি, মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা, দরিদ্র অসহায় মানুষকে সাহায্য সহযোগিতা করা, দরিদ্র শিক্ষার্থীদের পড়াশোনার সুযোগ করে দেওয়া। বক্তারা আরো বলেন, আমাদের এই সংগঠনটি একটি অরাজনৈতিক, স্বেচ্ছাসেবী, সামাজিক ও মানবিক সংগঠন।
শেষে সভায় বিভিন্ন উদ্দীপনা ও নির্দেশনামূলক কথা বলেন বিভিন্ন গুরুত্বপূর্ণ পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ। সংগঠনের কার্যক্রম আরো গতিশীল ও সক্রিয় করার লক্ষ্যে ১৩ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটিতে দায়িত্ব প্রাপ্তরা হলেন, মোঃ শাহেদ আহ্বায়ক, মোঃ জাহাঙ্গীর আলম যুগ্ম আহ্বায়ক, মোঃ সোহেল রানা সদস্য সচিব, সাকিব আলম মামুন কে সিনিয়র সদস্যের দায়িত্ব দেওয়া হয়।
এইমাত্র প্রকাশিতঃ
- লংগদুতে পাড়াকর্মীর গলাকাটা মরদেহ উদ্ধার
- নানা আয়োজনে বান্দরবানে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- থানচিতে সুলভ মূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রম শুরু
- রাঙামাটিতে এনটিভির প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- আবারো রাতের আগুনে পুড়লো কলেজ গেইট বাজার
- বন্যার্তদের সহায়তায় বিএনপি’র অর্থ সংগ্রহ
- রাঙামাটিতে এপিবিএনের টহল কার্যক্রম শুরু
- কাউখালীতে আটক ১