এ যেনো রূপকথার গল্প ! বারো ঘন্টার রূদ্ধশ্বাস এক অভিযান,অতপর জয় কিংবা স্বস্তি ! বিষন্ন কিছু মুখে হাসির ছটা !
বান্দরবান জেলার আলীকদম উপজেলার ‘আমার বাড়ি আমার খামার প্রকল্পের উপজেলা সমন্বয়কারি ফেরদৌসি আক্তার। গ্রাহকদের ঋণ দিতে প্রকল্পের সাড়ে ২২ লাখ টাকা উত্তোলন করে আনতে সোনালী ব্যাংকের আলীকদম শাখায় পাঠানো হয় নৈশ প্রহরী উছাই সুই প্রু মারমা (৩০) কে। ব্যাংক থেকে প্রকল্পের টাকা উত্তোলন করে টাকা নিয়ে অফিসে না গিয়ে উধাও হয়ে যায় নৈশ প্রহরী উছাই। দীর্ঘক্ষণ পরও ফিরে না আসায় খোঁজাখুঁজির পর অর্থ নিয়ে পালিয়ে যাবার বিষয়টি নিশ্চিত হয়ে আলীকদম থানায় সাধারন ডায়রি করেন তিনি। শুরু হয় টাকা লুট করে উধাও হওয়া নৈশপ্রহরীকে খোঁজার মিশন।
নৈশপ্রহরীর টাকা নিয়ে পালিয়ে যাওয়ার সংবাদটি পুরো আলীকদমে ‘টক অব দ্য উপজেলা’ হয়ে উঠে। বিপাকে পড়েন প্রকল্পের কর্মকর্তা ফেরদৌসিসহ অন্যান্যরা। সংবাদটি প্রকাশিত হয় পার্বত্য জনপদের সবচে প্রচারবহুল অনলাইন দৈনিক,পাহাড়টোয়েন্টিফোর ডট কমে।
এদিকে পাহাড়টোয়েন্টিফোর ডট কমে সংবাদটি প্রকাশিত হওয়ার পর রাত আড়াইটায় রাঙামাটি শহরের রিজার্ভবাজার থেকে এক মোবাইল ব্যবসায়ি তরুন, দস্তগীর মানিক, ফোন করেন পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদককে। তিনি জানান-রাতে এক ব্যক্তি তার দোকান থেকে পাঁচ লক্ষ টাকা নগদ একাউন্টে রিচার্জ করেছে এবং লোকটির চেহারা পাহাড়টোয়েন্টিফোর ডট কমে প্রকাশিত সংবাদের লোকটির ছবির মতো। তাৎক্ষনিকভাবে পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ফজলে এলাহী বিষয়টি রাঙামাটির কোতয়ালি থানা,অতিরিক্ত পুলিশ সুপার,এএসপি সদর সার্কেল এবং বান্দরবান থাকাকে অবহিত করেন। দ্রæত শুরু হয় পুলিশী তৎপরতা। রাতেই শহরের রিজার্ভবাজারের টেক্সি স্ট্যান্ড এর কাছে হোটেল শান্তি’তে অভিযান পরিচালনা অভিযুক্তকে আটক করতে সমর্থ নয়। রাত আনুমানিক পৌনে পাঁচটায় পুলিশের হাতে বন্দী হওয়া তার কাছ থেকে আত্মসাৎ করা নগদ ৫ লক্ষ ৩৪ হাজার টাকা এবং নগদের ৫ লক্ষ টাকা উদ্ধার করার পাশাপাশি তার দেয়া তথ্য মতে আলীকদমে এক বন্ধুর কাছে রেখে আসা টাকাও উদ্ধার করা হয়।
আরও পড়ুন : বিশেষ প্রকল্পের সাড়ে ২২ লক্ষ টাকা নিয়ে নৈশ প্রহরী উধাও!
রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তাপস রঞ্জন ঘোষ জানিয়েছেন,সবার আন্তরিকতা ও সহযোগিতায় যেভাবে একজন অপরাধী দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করে সরকারের আত্মসাৎ করা টাকা উদ্ধার করা হলো তা বিরল। আমরা সংশ্লিষ্ট সবার প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। রাঙামাটির কোতয়ালি থানার সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তা ও সদস্যদেরও ধন্যবাদ জানান তিনি।
আলীকদম থানার অফিসার ইনচার্জ রকিবউদ্দিন বলেন- আমরা পাহাড়টোয়েন্টিফোর ডট কম এবং তরুন ব্যবসায়ি দস্তগীরকে ধন্যবাদ জানাই। তাদের কারণেই এবং রাঙামাটি পুলিশের সার্বিক সহযোগিতার কারণে সরকারের এই টাকা উদ্ধার করতে পেরেছি।
‘আমার বাড়ি আমার খামার’ প্রকল্পের সমন্বয়কারি ফেরদৌসি আক্তার বলেন, সে এমন কাজ করবে আমরা কল্পনাও করতে পারি নাই। সে অফিসের কর্মচারী হিসেবে তাকে টাকা আনতে পাঠিয়েছি। কিন্তু সে এত বড় অপকর্ম করবে তা ছিলো অবিশ্বাস্য। তবুও রাঙামাটি পুলিশসহ এবং উদ্ধারকাজে নেপথ্যে ভূমিকা রাখা পাহাড়টোয়েন্টিফোর ডট কম এবং দস্তগীরকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি।
এদিকে আটক উছাই সুই প্রæকে সোমবার রাতে আলীকদম থেকে আসা পুলিশের কাছে হন্তান্তর করা হয়েছে। সেখানে নেয়ার পর তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আলীকদম থানার অফিসার ইনচার্জ রকিবউদ্দিন।
রিজার্ভবাজারের মোবাইল ব্যবসায়ি দস্তগীর মানিক বলেন, রাতে লোকটি আমার কাছে বড় অংকের টাকা রিচার্জ করতে আসলে আমার সন্তেহ হয়। পরে রাতে আমি পাহাড়টোয়েন্টিফোর ডট কম এ সংবাদটি দেখে আমি বুঝতে পারি যে, ওই লেক আর এই লোক একই ব্যক্তি। বিষয়টি আমি সাথে সাথেই পাহাড়টোয়েন্টিফোর ডট কম সম্পাদক ফজলে এলাহীকে জানাই। তিনি আলীকদম এবং রাঙামাটি পুলিশের সাথে যোগাযোগ অপরাধীকে আটক করাতে সক্ষম হন।
বান্দরবানের আলীকদম থেকে টাকা চুরি করে রাঙামাটি এসে আটক হওয়ার ঘটনাটি আলীকদমের মতো আলোচনার বিষয়বস্তু হয়ে উঠে রাঙামাটিতেও। তবে শেষাবধি অভিযুক্ত আটক হওয়ায় স্বস্তির নি:শ্বাস ফেলেছেন সবাই।