এস এম জিয়াউদ্দীন জুয়েল, আলীকদম ॥
বান্দরবানের আলীকদম উপজেলায় গম গবেষণা প্লটে মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা কারিতাস সিপিপি-পিএইপি-২ প্রকল্পের আয়োজনে গত বৃহস্পতিবার উপজেলার ২নং চৈক্ষ্যং ইউনিয়নের কাশেম মেম্বার পাড়ায় উক্ত মাঠ দিবসের অনুষ্ঠিত হয়।
এসময় উপ-সহকারী কৃষি কর্মকর্তা রেজাউল করিম, ৬নং ওয়ার্ডের মেম্বার মাহাবুব আলম, মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা, গবেষণা সহকারী মি. ক্যথোয়াইপ্রু মার্মা সহ ২৩ জন কৃষক উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে মাঠ কর্মকর্তা জেসমিন চাকমা বলেন, গম গবেষণা প্লটি বাংলাদেশ গম ও ভূট্টা গবেষণা ইনস্টিটিউট সহযোগিতায় কারিতাস বাংলাদেশ আলীকদম উপজেলায় বাস্তবায়ন করছে। গবেষণায় জমির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে এলাকায় সেচের পানির সর্ব নিম্ন পর্যায়ে রেখে উৎপাদন বৃদ্ধি করা এবং পুষ্টি নিশ্চিত করা। উপস্থিত গবেষণা প্লটে একজন কৃষক তার গম চাষের অভিজ্ঞতা তুলে ধরেন।
উপসহকারী কৃষি কর্মকর্তা বলেন, গম প্রচুর পুষ্টি সমৃদ্ধ একটি খাবার। এখানে যে সকল জাতগুলো ভালো হয়েছে সেগুলো নির্বাচন করে পরবর্তীতে চাষের জন্য পরামর্শ রাখেন। উপস্থিত আগ্রহী উপকারভোগী থাকলে কৃষি অফিসের সাথে যোগাযোগ করার পরামর্শ দেন।
ইউপি মেম্বার বলেন, এটি নিঃসন্দেহে ভালো একটি কাজ। গম প্লাটের ফলন খুবই ভালো হয়েছে। উপস্থিত সকল কৃষকদের যেকোন প্রয়োজনে পাশে থাকার আশ্বাস দেন তিনি।
পরীক্ষামূলক গম চাষে সফলতা আসায় এখন উপজেলার অনেক কৃষক গম চাষের আগ্রহ প্রকাশ করেন।