বান্দরবান প্রতিনিধি ॥
বান্দরবানে নয় হাজার ৭০০পিস ইয়াবাসহ মাইকেল দাস (২৫) নামে এক যুবককে আটক করেছে র্যাব-১৫ এর সদস্যরা। বুধবার বিকেলে বান্দরবানের আলীকদম বাজার এলাকা থেকে আটক করে র্যাব। আটক মাইকেল দাস আলীকদমের ২নং ওয়ার্ডের বাসিন্দা মানিক দাসের পুত্র।
সুত্রে জানা যায়, র্যাব-১৫ বান্দরবান এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে বান্দরবানের আলীকদম বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় র্যাবের উপস্থিতি বুঝতে পেরে পালানোর চেষ্টাকালে আসামিকে আটক করে র্যাবের সদস্যরা। পরে তার দেহ তল্লাশী করে হাতে থাকা ব্যাগের ভিতর নয় হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে র্যাব।
র্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার এবং সিনিয়র সহকারী পরিচালক (ল এন্ড মিডিয়া) মো. আবু সালাম চৌধুরী জানান, নয় হাজার ৭শ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাইকেল দাসকে আটক করেছে র্যাব এবং আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে একটি মামলা রুজু করা হবে।