ইয়াছিনুল হাকিম চৌধুরী, বান্দরবান ॥
বান্দরবানে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে করুণাপুর বনবিহারের লাইব্রেরি ভবনের উদ্বোধন করা হয়েছে। রবিবার সকালে বান্দরবান সদরের করুণাপুর বনবিহারের লাইব্রেরি ভবনের উদ্বোধন করা হয়। এসময় পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বাস্তবায়নে ৩০লক্ষ টাকা ব্যয়ে করুণাপুর বনবিহারের লাইব্রেরি ভবনের উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
অনুষ্ঠানে বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকারের প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা পার্বত্য এলাকার মানুষের প্রতি আন্তরিক। আওয়ামীলীগ সরকারের আমলে পার্বত্য এলাকায় দৃশ্যমান টেকসই উন্নয়ন সাধিত হচ্ছে, মানুষের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের জন্য সরকার সর্বাধিক গুরুত্ব দিয়ে কাজ করছে। এসময় মন্ত্রী আরো বলেন, বর্তমান আওয়ামীলীগ সরকার দেশের বিভিন্ন এলাকারমত পার্বত্য এলাকার মানুষের উন্নয়নের লক্ষ্যে স্কুল-কলেজ, মসজিদ, মন্দির, গির্জা, বৌদ্ধ বিহারসহ সড়ক যোগাযোগ এবং বিদ্যুৎ ব্যবস্থার অভুতপূর্ব উন্নয়ন করে জনগণের ভাগ্যের চাকা সচল করেছে এবং এই উন্নয়নের ধারা আগামীতেও অব্যাহত থাকবে।
অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক মো. শেখ ছাদেক, অতিরিক্ত পুলিশ সুপার আবদুল কুদ্দুস ফরাজি, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান ইউনিটের নির্বাহী প্রকৌশলী আবু বিন মোহাম্মদ ইয়াছির আরাফাত, সহকারী প্রকৌশলী সোমনাথ চৌধুরী, করুণাপুর বনবিহারের বিহার অধ্যক্ষ প্রিয় জগৎ ভিক্ষু, সভাপতি বিমল শান্তি চাকমা, সাধারণ সম্পাদক সুবল চন্দ্র চাকমা, সহ সম্পাদক অরুণ বিকাশ চাকমা, পৌরসভার মহিলা কাউন্সিলর দিপিকা রানী তঞ্চঙ্গ্যা, প্রেসক্লাবের সভাপতি মনিরুল ইসলাম মনু, সাধারণ সম্পাদক মিনারুল হকসহ বিহারের দায়ক-দায়িকারা উপস্থিত ছিলেন।