করোনাভাইরাস আপডেটব্রেকিংরাঙামাটিলিড
আরো ৩১ আক্রান্ত, রাঙামাটির শনাক্ত বেড়ে ২৯৯

পার্বত্য জেলা রাঙামাটিতে কোভিড-১৯ শনাক্ত বেড়ে ২৯৯ জন হয়েছে। বুধবার সকালে আসা রিপোর্টে নতুন করে আরো ৩১ জন শনাক্ত হওয়ার পর জেলায় মোট শনাক্ত বেড়ে এতজন হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডা: মোস্তফা কামাল জানিয়েছেন, নতুন শনাক্তদের মধ্যে ৯ জন কাপ্তাইয়ের,১ জন বিলাইছড়ির,২ জন কাউখালি উপজেলার এবং বাকি ১৯ জন রাঙামাটি শহরের।
এর আগে গতকাল মঙ্গলবার পর্যন্ত শনাক্ত ২৬৮ জনের মধ্যে ১৩৮ জন সুস্থ এবং ৬ জন মারা গেছেন। এই আক্রান্তদের মধ্যে সর্বোচ্চ ১৫৪ জন রাঙামাটি শহরের এবং সর্বনিম্ন ১ জন বরকল উপজেলার।