পার্বত্য পুরাণ
আমি ভালোবাসবো অনন্তকাল

ভালোবাসা কি শুধু
বসন্তেই সীমাবদ্ধ ?
না না আমি তা মানি না
আমি ভালোবাসবো অনন্তকাল ৷
কোকিলের কুহু কুহু ডাক
পলাশ শিমুলের ফুল ফোটা,
এসব ঋতুরাজ বসন্তের সৌন্দর্য
প্রকৃতিকে নতুনরুপে সাজানো ৷
আমি প্রেমে পড়ে যাই
রাখাল যখন বাজায় বাঁশি,
কোন দূর পাহাড়ের বুকে
নির্জনতার গাছের ছায়ায় বসে ৷
আমার ভালোবাসা জাগ্রত হয়
ভোরের আলো ফোটার আগে,
কৃষক ভাই ফসল ফলাতে
ছুটে যায় যখন মাঠে ৷
আমি প্রেমে পড়ে যাই
যখন দেখি প্রখর রোদের মধ্যে,
নারী পুরুষ যৌথভাবে কাজ করছে
ঐতিহ্যের জুমের ফসল ফলাতে ৷
আমি ভালোবাসি, প্রেমে পড়ি
যার মধ্যে নেই সাম্প্রদায়িকতা,
যার মধ্যে নেই ধর্ম নিয়ে মতভেদ
যার কাছে মানব ধর্মই শ্রেষ্ঠ ৷
তাঁদেরকে ভালবাসতে বসন্ত লাগে না
ওদের জন্য প্রেম ভালোবাসা অনন্তকাল,
ভালোবাসি ভালোবেসেই তো যাবো
আমি যে ওদের সততার প্রেমে পড়েছি ৷