রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান বিদায়কালে রাঙামাটির সুশীল সমাজ ও সংবাদকর্মীদের সাথে এক শুভেচ্ছা বিনিময়ে বলেন, আমি নিজের অজান্তে বিভিন্ন সময় হয়তো অনেকের সাথে খারাপ আচারণ করে থাকতে পারি। কিংবা অনেকে হয়তো আমার কথায় আঘাত পেতে পারেন। আমি চেষ্টা করি নিজেকে যতটা পারি কন্ট্রোল করে অন্যের সাথে কথা বলতে। কিন্তু প্রায় সময় কথার মধ্যে হয়তো কিছুটা সমস্যা সৃষ্টি হয়ে যায়। পরে নিজেও হয়তো কখনো কখনো বুঝতে পারি এমন করে কথা না বলেও হতো। কি করবো ‘আমার ঠোঁট টা একটু খারাপ’ এই আরকি।
নিজেকে নিয়ে এমনই মন্তব্য করে সকলের কাছ থেকে অশ্রু ভেজা নয়নে রাঙামাটি থেকে বিদায় নিলেন প্রায় দেড় বছর ধরে এই জেলায় কর্মরত থাকা জেলা প্রশাসক মোহাম্মদ মানজারুল মান্নান।
সোমবার সকালে রাঙামাটি জেলা প্রশাসন সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এসময় রাঙামাটির বিভিন্ন সুশীল সমাজের নেতৃবৃন্দ এবং সংবাদকর্মীরা উপস্থিত ছিলেন।
এতে তিনি আরো বলেন, আমি বিভিন্ন দুর্যোগ মোকাবেলার সময় কাজ করতে গিয়ে প্রায় বকাঝকা করে থাকতে পারি, সেটা করেছি কাজের জন্যে আশা করি সকলে আমার জন্যে দোয়া করবেন।
3 Comments
Abdullah Al Hamdan dekhen DC jodi emn hoy..
এমন অযোগ্য প্রশাসনের লোকের না থাকাই ভালো।
মনে হয় আপনা একটু বারতি সুবিধা নিতে পারেন নাই।