শুভ্র মিশু
রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার আমতলী ইউনিয়নে চেয়ারম্যান পদে নির্বাচন করেছেন বাবা ও ছেলে। কিন্তু তাদের প্রাপ্ত ভোটের সংখ্যা নির্বাচনী আইন অনুসারে পর্যাপ্ত না হওয়ায় তারা জামানত হারিয়েছেন।
সপ্তম ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে আমতলীতে গতবারে নির্বাচিত চেয়ারম্যান মো. রাসেল চৌধুরী এবারও নৌকা প্রতীক নিয়ে নির্বাচন করেছেন। তিনি পেয়েছেন ১৮৬ভোট। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে চশমা প্রতীক নিয়ে নির্বাচন করা তার বাবা সুলতান আহমেদ পেয়েছেন ১৭৭ ভোট।
এদিকে, ১০৪৭ ভোট পেয়ে চেয়ারম্যান পদে বিজয়ী হয়েছেন স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে নির্বাচন করা (আওয়ামী লীগের বিদ্রোহী) মো. মুজিবুর রহমান এবং দ্বিতীয় অবস্থানে আছেন ঘোড়া প্রতীক নিয়ে নির্বাচন করা স্বতন্ত্র প্রার্থী ছাত্রদল নেতা মো. আল আমিন তিনি পেয়েছেন ৮২৭ ভোট।
নির্বাচনী আইন অনুসারে মোট সংগৃহীত ভোটের আট ভাগের এক ভাগ ভোট পেলে জামানত ফেরত পান প্রার্থীরা। আমতলী ইউনিয়নে মোট ভোট পড়েছে ২২৫৬টি আর জামানত ফেরত পেতে হলে ভোট পেতে হবে ২৮২ ভোট। কিন্তু পুরো নির্বাচনে আলোচিত বাবা ছেলে দুইজনের কেউই ২৮২ ভোট অতিক্রম করতে না পারায় তারা জামানত হারালেন।
রাঙামাটির সিনিয়র জেলা নির্বাচন অফিসার মো. শফিকুর রহমান জানান, নির্বাচন আইন অনুসারে মোট সংগৃহীত ভোটের ৮ ভাগের একভাগ ভোট পেলেই জামানত ফেরত পান প্রার্থীরা। যারাই এর কম ভোট পান তাদের জামানত বাজেয়াপ্ত হয়।