আবার অজগর শহরে

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকা থেকে শুক্রবার সকালে একটি অজগর সাপ উদ্ধার করা হয়েছে। স্থানীয় বেশ কয়েকজন যুবক এই সাপ উদ্ধার করেন।
উদ্ধারকারী যুবক সাইফুল ইসলাম বলেন, শুক্রবার সকালে সাড়ে নয়টার সময় হাসপাতাল এলাকার একটি বড়ই গাছে এই অজগর সাপটি দেখা যায়। পরে আমি সেটাকে উদ্ধার করি।
সাপটি উদ্ধারের পর উন্নয়নকর্মী অর্ণব চাকমা একজন সংবাদকর্মীকে জানালে,সেই সংবাদকর্মী বনবিভাগে যোগাযোগ করলে বনবিভাগ তাৎক্ষনিক সাপটি উদ্ধার করতে দুইজন বনকর্মীকে ঘটনাস্থলে পাঠালে তারা সাপটি উদ্ধার করে নিয়ে আসে।
রাঙামাটি সদর রেঞ্জের রেঞ্জ অফিসার মো: গোলাম কিবরিয়া বলেন, আমি রাঙামাটিতে এসেছি সাত-আট মাস হচ্ছে। এ কয়দিনে আমি এই পর্যন্ত রাঙামাটি শহরের বিভিন্ন স্থান থেকে মোট সাতটি অজগর সাপ উদ্ধার করে কাপ্তাই জাতীয় উদ্যানে ছেড়ে দিয়েছি।
তিনি আরো বলেন, শুক্রবার সকালে রাঙামাটি শহরের হাসপাতাল এলাকা থেকে প্রায় ছয় ফুট লম্বা যে অজগর সাপটি উদ্ধার করা হয়েছে তা বর্তমানে আমাদের কাছে রয়েছে। সাপটিকে শনিবার কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত করা হবে বলেও জানান তিনি। তিনি সাপটি উদ্ধারে সহযোগিতাকারিদের ধন্যবাদ জানান।
ইশ! আমি খবর পাইলাম না যদি পাইতাম দৌড়িযে গিয়ে দেখে আসতাম