রাঙামাটির লংগদুতে আবারো লেকের জলে ডুবে সানজিদা (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।
শিশু সানজিদা বগাচত্বর ইউনিয়নের মহাজনপাড়া গ্রামের বাসিন্দা জসিম উদ্দীনের ছোট মেয়ে।
গত জুন থেকে কাপ্তাই লেকে পানি বাড়ার পর এ যাবৎ লংগদু উপজেলায় সাত শিশু ও এক বৃদ্ধের পানিতে ডুবে মৃত্যু হয়েছে।
শিশুটির মামা কবির হোসেনও স্থানীয় স্কুল শিক্ষক আবু তালেবের সাথে কথাবলে জানাযায়, মহাজনপাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ১ম শ্রেণির শিক্ষার্থী সানজিদা বার্ষিক পরীক্ষা শেষে খালার বাড়িতে বেড়াতে আসে একই ইউনিয়নের রাঙ্গীপাড়া গ্রামে।
মঙ্গরবার সকাল আনুমানিক ১১টার সময় খালাত বোন ও প্রতিবেশী আরও ৪/৫ জন শিশুর সাথে বাড়ির পাশে কাপ্তাই লেকে গোসল করতে যায়।
গোসল শেষে সবাই ফিরে আসলেও সানজিদাকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এ খবর বাড়ির বড়রা জানার পরই লেকের জলে খোঁজাখুঁজি করে তাঁকে ডুবন্ত অবস্থায় উদ্ধার করে লংগদু উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষনা করেন।
নিহত শিশু সানজিদার মৃত্যুতে তার বিদ্যালয়সহ এলাকায় শোকাবহ পরিবশের সৃষ্টি হয়েছে।মৃত সানজিদা বগাচত্বর ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান আবদুর রশিদের নাতনী। তাঁর আরও দুই বোন ও এক ভাই আছে।