
সাইফুল হাসান ॥
রাঙামাটি শহরের কলেজ গেইট বাজারে গভীর রাতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩টি দোকান পুড়ে যায়। শনিবার রাত তিনটার সময় আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছে স্থানীয়রা। এর আগে বছর দুয়েক আগেও একই এলাকায় আগুনে দোকান-ঘর ভস্মীভূত হয়।
প্রত্যক্ষদর্শী পারভেজ খাঁন বলেন, রাত আনুমানিক তিনটার দিকে বাজারের একটি দোকানের ভিতরে লাল হয়ে আসার চিত্র দেখতে পাই। পরে ভালোভাবে লক্ষ্য করে দেখি আগুন। আগুন দেখে আমি ৯৯৯ এ ফোন দেয়। তার কিছুক্ষণ পরই ফায়ার সার্ভিস আসে।
বাজার ব্যবসায়ী নেতা ও সাবেক কাউন্সিলর বেলাল হোসেন টিটু বলেন, প্রায় ১৩টি দোকান আগুনে পুড়ে যায়। এরমধ্যে মুদির দোকান, ফার্মেসি, চায়ের দোকান ছিলো। আনুমানিক এক কোটি টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে।
রাঙামাটি ফায়ার সার্ভিসের অতিরিক্ত পরিচালক রফিকুল জামান বলেন, আমরা রাত তিনটার দিকে আগুন লাগার সংবাদ পাওয়ার সাথে সাথে চলে আসি এবং প্রায় এক ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। তিনি আরও জানান, আগুনের সূত্রপাত এখনো জানা যায়নি তবে এতে প্রায় ১৩টি দোকান পুড়ে গেছে। ক্ষয়ক্ষতির পরিমাণও তাৎক্ষণিক জানাতে পারেননি তিনি।