রাঙামাটি সদর আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
বর্ধিত সভায় সদর আওয়ামী লীগের সভাপতি হৃদয় বিকাশ চাকমার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় আওয়ামী লীগের সদস্য ও রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র সভাপতি দীপংকর তালুকদার।
এতে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা আওয়ামী লীগ’র সহ সভাপতি চিংকিউ রোয়জা, হাজী কামাল উদ্দিন, নিখিল কুমার চাকমা, সাধারণ সম্পাদক হাজী মুছা মাতব্বর, সহ-সাধারণ সম্পাদক সন্তোষ কুমার চাকমা, সাংগঠনিক সম্পাদক জ্যোতির্ময় চাকমা, স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক স্মৃতি বিকাশ ত্রিপুরা, সদর আওয়ামীলীগের সহ সাধারণ সম্পাদক অমিত চাকমা রাজু।
বর্ধিত সভায় সদর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাধন মনি চাকমা’র সঞ্চালনায় সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বর্ধিত সভায় বক্তারা আগামী জাতীয় নির্বাচনকে সঠিক ও সুষ্ঠু করার লক্ষ্যে তৃণমূল পর্যায়ে কাজ করার আহ্বান জানান। এছাড়া বক্তারা বলেন, পাহাড়ে যে অবৈধ অস্ত্র রয়েছে তা অবিলম্বে উদ্ধার করতে হবে। চাঁদাবাজিসহ বিভিন্ন অপকর্ম বন্ধ করার লক্ষ্যে প্রশাসনকে আরো আন্তরিক হতে হবে বলেও মন্তব্য করেন তারা।
1 Comment
Fuck