
চট্টগ্রাম মহিলা কমপ্লেক্স মাঠে বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইউনিসেফ-বিসিবি অনুর্ধ্ব-১৪ বয়সভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতায় রাঙামাটি জেলা দল নোয়াখালী জেলা দলের কাছে ফিরতি ম্যাচে আবারও ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে।
রোববার সকালে টসে জয়লাভ করে রাঙামাটি অনুর্ধ্ব ১৪ দল ব্যাটিং করার সিদ্ধান্ত নেয়। ৩১.৫ ওভারে রাঙামাটি জেলা দল মাত্র ৭৪ রানে অলআউট হয়ে যায়। রাঙামাটির প্রথম চার ব্যাটসম্যান রানের খাতা খোলার আগেই আউট হয় শূন্য রানে। বিপর্যয়ে রাঙামাটির অধিনায়ক মোদাচ্ছের রসুল সর্বোচ্চ ১৬ রান করেন। নোয়াখালী জেলার দুই তৌহিদুল ৪ ও ৩ উইকেট করে লাভ করেন।
বিরতির পর নোয়াখালী জেলা জয়ের জন্য ৭৫ রানের সহজ টার্গেটে খেলতে নেমে ২৩.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে জয়ের লক্ষে পৌঁছে যায়। নোয়াখালীর মাহামুদুল ৩৩ রানে অপরাজিত থাকেন।
উল্লেখ্য, রাঙামাটি প্রথম ম্যাচে নোয়াখালীর কাছে ৭ উইকেটে ও দ্বিতীয় ম্যাচে কক্সবাজারের কাছে ২ উইকেটে পরাজিত হয়। রাঙামাটি দলের সাথে শ্যামল ত্রিপুরা কোচ ও বেনু দত্ত ম্যানেজার হিসেবে রয়েছেন।