কাপ্তাই ফোরাম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে মানুষের কল্যাণে। বিশ্ব মহামারি করোনা ভাইরাসের প্রকোপে মানুষ যখন অসহায় হয়ে মানবেতর জীবনযাপন করছে তখন কাপ্তাই ফোরাম এগিয়ে এসেছে সেই সব হতদরিদ্রের পাশে। প্রতিদিন চলছে কাপ্তাই ফোরামের পক্ষ হতে জনসেবামূলক কর্মকান্ড। পবিত্র মাহে রমজান উপলক্ষে কাপ্তাই ফোরামের সদস্যরা কাপ্তাই উপজেলার বিভিন্ন এলাকায় বসবাসরত অসহায় মানুষদের তুলে দিচ্ছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রী।
তারই ধারাবাহিকতায় শনিবার(১৬ মে) কাপ্তাই উপজেলার ৪নং কাপ্তাই ইউপি এলাকা এবং ৩নং চিৎমরম ইউপি এলাকায় বসবাসরত হতদরিদ্র পরিবারগুলোর মাঝে পৌঁছে দেওয়া হয়েছে ইফতার সামগ্রী সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি। কাপ্তাই ফোরামের প্রায় ৫০ জন সেচ্ছাসেবক প্রতিদিন সামাজিক দুরত্ব রক্ষা করে এই কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
ইতিমধ্যে কাপ্তাই উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৮ শতাধিক অসহায় পরিবার, মানসিক ভারসাম্যহীন ও প্রতিবন্ধী ব্যাক্তিদের মাঝে পৌঁছে দেওয়া হয়েছে কাপ্তাই ফোরামের উপহারস্বরূপ নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য। এছাড়া এই ফোরামের উদ্যোগে করোনা সংক্রমন প্রতিরোধে প্রায় ৫০০ মাক্স, ৫০০ গ্লাভস বিতরণ করা হয়েছে। এছাড়াও কাপ্তাইয়ে বিভিন্ন জায়গায় করোনা প্রতিরোধে বেশ কয়েকবার জীবাণুনাশক প্রয়োগ করা হয়েছে।
কাপ্তাই ফোরামের এডমিন ও কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক আলিব রেজা লিমন জানান,কাপ্তাইে বসবাসরত করোনা সংক্রমন প্রতিরোধে অসহায় হয়ে পড়া পরিবারগুলোকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা করে যাচ্ছে কাপ্তাই ফোরাম। কাপ্তাইের মানুষের কল্যাণে এবং কাপ্তাইকে করোনা মুক্ত রাখতে উক্ত ফোরাম প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে। তিনি বলেন পবিত্র এই মাহে রমজানের মাসে কাপ্তাইের যেন কোন অসহায় পরিবার যেন অনাহারে না থাকে সেজন্য প্রতিদিন কাপ্তাই ফোরাম থেকে ইফতার সহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণ করা হচ্ছে। তিনি আরো জানান, সামনে পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে কাপ্তাই ফোরামের নতুন কর্মসূচী গ্রহন করা হয়েছে এবং ফোরামের উদ্যোগে অসহায় হয়ে পড়া ৩০০ পরিবারকে ঈদ সামগ্রী বিতরণ করা হবে। তিনি ধন্যবাদ জানান, বিশিষ্ট ব্যবসায়ী আক্তার আলম সহ সকলকে যারা কাপ্তাই ফোরামকে প্রতিনিয়ত সাহায্য সহযোগিতা দিয়ে যাচ্ছেন।
এদিকে কাপ্তাই ফোরামের এই মহৎ উদ্যোগে স্বাগত জানিয়ে প্রশংসা করেন, কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আশ্রাফ আহমেদ রাসেল, উপজেলা ইউপি চেয়্যারম্যানগণ, কাপ্তাই উপজেলা ছাত্রলীগ সভাপতি এম নুর উদ্দিন সুমন সহ বিভিন্ন গণ্যমান্য ব্যাক্তিবর্গ।