‘মুক্তিযুদ্ধের চেতনায় ও বঙ্গবন্ধুর আদর্শে নতুন প্রজন্ম গড়ে তোল’ এ শ্লোগানকে সামনে রেখে এবং ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুুর রহমানের ৯৯তম জন্মদিনে জাতীয় শিশু দিবস উপলক্ষে রাঙামাটিতে বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার আয়োজনে তিন দিনব্যাপী অনুষ্ঠানের আজ সমাপনীতে শোভাযাত্রা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে।
আয়োজকরা জানায়, ১৫ ও ১৬ মার্চ শিশু-কিশোরদের নিয়ে সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ১৭মার্চ বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে বিকাল ৪টায় রাঙামাটি কলেজ প্রাঙ্গণ হতে আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত হবে। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে শুরু হয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বিকাল সাড়ে ৪টায় বঙ্গবন্ধুর ভাস্কর্যে গিয়ে শেষ হবে। এসময় বঙ্গবন্ধুর ভাস্কর্যে পুষ্পমাল্য অর্পণ শেষে ভাস্কর্য সংলগ্ন মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হবে। এতে প্রধান অতিথি থাকবেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী, কেন্দ্রীয় আওয়ামীলীগের সদস্য রাঙামাটি জেলা আওয়ামীলীগ সভাপতি ও বঙ্গবন্ধু শিশু-কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার প্রধান উপদেষ্টা জননেতা দীপংকর তালুকদার।
বঙ্গবন্ধু শিশু কিশোর মেলা রাঙামাটি জেলা শাখার সভাপতি মনসুর আহম্মেদ মান্না বলেন, গত দেড় দশক ধরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকীতে সংগঠনের উদ্যোগে নানান কর্মসূচি পালন করে আসছি। এবারও আমরা তিন দিনব্যাপী নানান অনুষ্ঠানের আয়োজন করেছি। আশা করছি এতে সকল শিক্ষার্থী ও অভিভাবকগণ অংশগ্রহণের মাধ্যমে সন্তানদের মধ্যে বঙ্গবন্ধুর আদর্শ ছড়িয়ে দিতে পারবো।