
প্রখ্যাত সাহিত্যিক ও গবেষক ড.গাজী গোলাম মাওলা,যিনি আজাদ বুলবুল নামেই ব্যাপক পরিচিত লেখালেখির জগতে তার সম্মানে শনিবার রাঙামাটিতে আয়োজন করা হয়েছে এক সাহিত্য আড্ডা।
শনিবার বিকাল ৫ টায় পাহাড়ের প্রধান দৈনিক,দৈনিক পার্বত্য চট্টগ্রাম’র প্রধান কার্যালয়ে এই সাহিত্য আড্ডার আয়োজন করেছে পার্বত্য পুরাণ।
একসময় রাঙামাটি সরকারি মহিলা কলেজে চাকুরি করা আজাদ বুলবুল রাঙামাটির সাহিত্য ও সংস্কৃতি অঙ্গণের বেশ পরিচিত মুখ। দীর্ঘদিন পার্বত্য এই শহরে কর্মরত থাকাকালে তিনি পার্বত্য পুরাণ,চিরায়ত,অরণ্য,মৃত্তিকাসহ বিভিন্ন সাহিত্য প্রকাশনার সাথে জড়িত ছিলেন। একই সাথে খেলাঘর,উদীচী,গ্লোবাল ভিলেজসহ বিভিন্ন সংগঠনের সাংগঠনিক কার্যক্রমের সাথেও নিবিড়ভাবে সম্পৃক্ত ছিলেন তিনি। বিশ্ব সাহিত্য কেন্দ্রের বই পড়া কর্মসূচীও এই পার্বত্য শহরে চালিয়েছেন তিনি। তার উদ্যোগে কবিতা উৎসব,সাহিত্য আড্ডা,সাংস্কৃতিক সন্ধ্যাসহ নানান আয়োজন সেই সময় সাড়া ফেলেছিলো রাঙামাটিতে। এই বছর হালদা সিনেমার কাহিনীকার হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরষ্কার পাওয়া আজাদ বুলবুল বর্তমান সময়ের বেশ আলোচিত একজন সাহিত্যিক ও গবেষক।
‘আজাদ বুলবুল’র সাথে এক মুগ্ধ সন্ধ্যা’ শীর্ষক আড্ডার আয়োজন ও দৈনিক পার্বত্য চট্টগ্রামের সম্পাদক ফজলে এলাহী বলেছেন, এই শহরের শিল্প সাহিত্য সংস্কৃতির ইতিহাস লিখতে গেলে এই লোকটিতে বাদ দিয়ে সেই ইতিহাস অপূর্ণাঙ্গ ও খন্ডিত হবে। তাই তার অভিজ্ঞতা,জ্ঞান ও শিল্পবোধ সম্পর্কে সম্যক ধারণা পেতেই আমরা এই সাহিত্য আড্ডার আয়োজন করেছি। রাঙামাটি শিল্পী-সাহিত্যিক-বুদ্ধিজীবি,বোদ্ধা পাঠকদের আমরা এই আয়োজনে অংশ নেয়ার বিনিত আমন্ত্রন জানাচ্ছি।’