রাঙামাটির রিজার্ভ মুখ এলাকার জেলা সমাজ সেবা কার্যালয়স্থ চেয়ারম্যান পাড়ায় অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়িয়েছে পুলিশ হাসপাতাল এলাকা সমাজ কল্যাণ সমিতি। শনিবার আগুনে ক্ষতিগ্রস্ত ১৪টি পরিবারের মাঝে খাদ্য সহায়তা বিতরণ করেছে সংগঠনটি।
বিকেলে সংগঠনের নেতৃবৃন্দ ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন। পরে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এই সহায়তা তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন পুলিশ হাসপাতাল এলাকা সমাজ কল্যাণ কমিটির সভাপতি আবদুল কুদ্দুস, সাধারণ সম্পাদক মো. শাহজাহান, যুগ্ম সম্পাদক মো. লোকমান, অর্থ সম্পাদক তাপস দাশ, ত্রাণ বিষয়ক সম্পাদক পারভেজ রহমান রনি।
এ সময় সংগঠনের নেতৃবৃন্দ জানায়, যেসব পরিবার ক্ষতিগ্রস্ত হয়েছে, তারা সকলেই অসহায় পরিবার। লকডাউনের এসময়ে জনগণ এমনিতেই কষ্টে দিন কাটাচ্ছে, সেখানে আগুন এসব পরিবারের সব কেড়ে নিলো। তাই তাদের এই কষ্টের দিনে পাশে থাকতে আমাদের সংগঠন থেকে তাদের সহযোগিতা করা হয়েছে। এসময় এলাকার বিত্তবানদের তাদের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।