নিজস্ব প্রতিবেদক
রাঙামাটি পৌরসভা প্রথম বিভাগ ক্রিকেট লীগের সুপার ফোরের প্রথম ম্যাচে আগামী সংঘকে ৬ উইকেটে হারিয়ে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি লীগ শিরোপার পথে অগ্রসর হলো। মঙ্গলবার (১ মার্চ) সকালে রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে টসে জিতে আগামী সংঘ ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয়।
কনফিডেন্সের বোলিং আক্রমণে শুরুতে উইকেট হারালেও আগামী সংঘের ফয়সালের ব্যাটিংয়ে ভর করে শেষ পর্যন্ত ৩৩.৪ ওভারে ১০৯ রান করে আগামী সংঘ অলআউট হয়ে যায়। ফয়সাল ৪৭ রান ও বায়েজিদ ২১ রান করে। কনফিডেন্সের ইনজামাম ২টি, রিয়াদ ৩টি, মোজাম্মেল হোসেন জনি ২টি ও রূপায়ন ২টি করে উইকেট নেন।
বিরতির পর কনফিডেন্স ক্রিকেট একাডেমি নাজিম, শামিম, শফিউল ও কাইয়ুমের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২৪ ওভারে ১১৩ রান করে ৬ উইকেটের জয় নিয়ে মাঠ ছাড়ে। কাইয়ুম ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন। এ জয়ে রাঙামাটি কনফিডেন্স ক্রিকেট একাডেমি লীগ অভিষেকেই সুপার ফোরে চমক ধরে রেখে লীগ শিরোপার অন্যতম দাবিদার হিসেবে নিজেদের শক্তি প্রদর্শন করলো।
সুপার ফোরে উঠা অন্য দুটি দল প্রতিভা ক্রিকেট ক্লাব ও রফিক স্মৃতি ক্রিকেট ক্লাবের ম্যাচ বুধবার (২ মার্চ) রাঙামাটি চিং হ্লা মং চৌধুরী মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে।