
সপ্তাহ খানেকের ‘নীরবতা’ ভেঙ্গে অবশেষে কাউখালীতে গিয়ে রাঙামাটি পৌরসভার মেয়র প্রার্থী আকবর হোসেন চৌধুরীর জন্য ভোট চাইলেন রাঙামাটি জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক হাজী মুছা মাতব্বর।
শনিবার বিকালে কাউখালীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের গনসংবর্ধায় বিশেষ অতিথির বক্তব্য রাখতে গিয়ে এক পর্যায়ে মুসা মাতব্বর মেয়র আকবরের জন্য নৌকা মার্কায় ভোট দেয়ার আহ্বান জানান সবাইকে।
এসময় মুছা মাতব্বর বলেন- রাঙামাটিতে যারা আত্মীয় স্বজন আছে তারা যেনো বলে নৌকার প্রার্থী আকবরকে ভোট দিতে। যারা রাঙামাটির ভোটার তারা যেনো রাঙামাটি ভোট দিতে যায়।’
‘সামনের ইউপি নির্বাচনে কাউখালী থেকে ৪ জন ইউপি চেয়ারম্যান দীপংকর তালুকদার কে উপহার দিতেও আহবান জানালেন কাউখালীবাসীকে, জেলা আওয়ামীলীগের দ্বিতীয় শীর্ষ এই নেতা।